Advertisement
  • Uncategorized দে । শ
  • ডিসেম্বর ১৬, ২০২৩

বাংলা উগ্রপন্থী কার্যকলাপের মূল কেন্দ্র, প্রমাণ করতে মরিয়া গেরুয়া শিবির। সাম্প্রদায়িক উস্কানির পাল্টা অভিযোগ তৃণমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলা উগ্রপন্থী কার্যকলাপের মূল কেন্দ্র, প্রমাণ করতে মরিয়া গেরুয়া শিবির। সাম্প্রদায়িক উস্কানির পাল্টা অভিযোগ তৃণমূলের

সংসদে স্মোক৷ বম্ব কাণ্ডে বাংলাকে ও রাজ্যের শাসকদল তৃণমূলকে দোষী প্রমানের মরিয়া চেষ্টা চালাচ্ছে বঙ্গ বিজেপি। সংসদে স্মোক বম্ব হামলার মাষ্টারমাইন্ড হিসাবে ললিত ঝা-কেই চিহ্নিত করে তদন্ত চলছে। আর এই ললিত ঝাকে যুব তৃণমূলের পদাধিকারী বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তদন্তে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবাংলা থেকে বোমা-বন্দুক উগ্রপন্থী ক্রিয়া কলাপ থেকে উৎসাহ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে।”

ললিতের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবি ডোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি। বিজেপির দাবি, সংসদে স্মোক বম্ব নিয়ে হামলার অন্যতম ষড়যন্ত্রী আসলে তৃণমূলের যুব সংগঠনের কর্মী! সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়দের পরে  বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করা হয়েছে। তাতে অনেকগুলি ছবিকে জুড়ে তৈরি করা হয়েছে একটি ফ্রেম। সেই ফ্রেমের কোনও ছবিতে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে, কোনওটায় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্য বক্সীর সঙ্গে ললিত ঝাকে দেখা যাচ্ছে বলে দাবি করেছে বিজেপি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী  বলেছিলেন এখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে উৎপাত করে। বারবার কেন পশ্চিম বাংলার দিকে আঙুল ওঠে? উগ্রপন্থী গ্যাংস্টার লুকিয়ে থাকে তার ইনফরমেশন থাকে না। এখনকার মানুষ তো ভগবানের ভরসায় বেঁচে আছেন! কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা! নিজের দায়িত্ব পালন করতে পারে না।”

এদিকে বিজেপি যখন সংসদে স্মোক বম্ব কাণ্ডে তৃণমূলকে নিশানা করছে তখন আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আসার বিষয়কে নিয়ে তৃণমূলও বিজেপিকে পাল্টা নিশানা করছে। বিজেপি বিরোধীদের প্রশ্ন, আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দুত্বের অস্ত্রে শান দিতেই কি ব্রিগেডে গীতাপাঠের আয়োজন করা হয়েছে? এই বিষয়েও বিরোধীদের বক্তব্যের তীব্র বিরোধীতা করে দিলীপ ঘোষ বলেন, “যাঁরা ধর্মীয় উস্কানি দেখছেন তারা নিজেরাই চণ্ডী পাঠ শুরু করে দিয়েছেন। জিনিসটা তো খারাপ নয়, আপনারা করুন না! সবার করা উচিত, ভারতের সংস্কৃতির সঙ্গে গীতা যুক্ত। সারা বিশ্বে গীতার প্রচার চলছে। মানুষের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন গীতা পাঠ করে। কেউ যদি আয়োজন করেন তাহলে পুণ্যই হচ্ছে।”

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হছে, মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিংয়ের কাছ থেকে পাস নিয়ে দুজন সংসদে ঢুকে তারপর দর্শকাসন থেকে সংসদ কক্ষে লাফিয়ে পড়লেও এখনও মহীশূরের সেই সাংসদকে বহিস্কার ও গ্রেফতার কিছুই করা হয়নি, বলে অভিযোগ তৃণমূল ও ইন্ডিয়া জোটের সাংসদদের । তবে বিজেপি ব্যস্ত ললিত ঝার সঙ্গে কোন তৃণমূল নেতার ঘনিষ্ঠ যোগ এবং ললিত ঝা তৃণমূল যুবর পদাধিকারী সেটা প্রমাণে।


  • Tags:
❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
error: Content is protected !!