Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৭, ২০২৪

ঘোষিত টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি, ১ জুন ভারত–বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘোষিত টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি, ১ জুন ভারত–বাংলাদেশ

সময়ের অভাব ও ক্রিকেটারদের ক্লান্তির জন্য টি২০ বিশ্বকাপের আগে একটা মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কোন দেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা, তাও চূড়ান্ত হয়ে গেল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। ১ জুন ভারত একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। যদিও ম্যাচের ভেন্যু এখনও সরকারিভাবে ঘোষণা করেনি আইসিসি। তবে সূত্রের খবর, নিউ ইয়র্কের আইসেনহাওয়ার পার্কে ম্যাচটি হতে পারে।
২৭ মে থেকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলি শুরু হবে। চলবে ১ জুন পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোর দুটি করে মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৭টি প্রস্তুতি ম্যাচ। ভারত একটা প্রস্তুতি ম্যাচ খেললেও অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আবার কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। পাকিস্তান ও ইংল্যান্ড, দুটি দলই চলতি মাসের শেষদিকে ৪ ম্যাচের টি২০ সিরিজ খেলবে।
আইসিসি–র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটা দল দুটির পরিবর্তে একটা করে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। পুরো বিষয়টি নির্ভর করছে দলগুলি কোন সময়ে প্রতিযোগিতা খেলতে হাজির হচ্ছে, তার ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে ২৮ মে, টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। এই প্রস্তুতি ম্যাচের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ।
টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা এই মুহূর্তে আইপিএলে খেলছেন। গ্রুপ পর্বের খেলা শেষ হলে একদল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে। আর প্লে–অফ পর্ব হলে একটা দল যাবে। আর বাকিরা যাবেন ফাইনালের পর। নিউ ইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ৯ জুন মুখোমুখি ভারত–পাকিস্তান। এরপর ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে খেলবে ভারত।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি
২৭ মে
কানাডা-নেপাল, টেক্সাস
ওমান-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
নামিবিয়া-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
২৮ মে
শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস, ফ্লোরিডা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, টেক্সাস
অস্ট্রেলিয়া-নামিবিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
২৯ মে
দক্ষিণ আফ্রিকা আন্তস্কোয়াড, ফ্লোরিডা
আফগানিস্তান-ওমান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
৩০ মে
নেপাল-যুক্তরাষ্ট্র, টেক্সাস
স্কটল্যান্ড-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
নেদারল্যান্ডস-কানাডা, টেক্সাস
নামিবিয়া-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
৩১ মে
আয়ারল্যান্ড–শ্রীলঙ্কা, ফ্লোরিডা
স্কটল্যান্ড–আফগানিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
১ জুন
বাংলাদেশ–ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র (ভেন্যু চূড়ান্ত হয়নি)


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!