Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৭, ২০২৩

‌আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ, ওয়ার্নারের শাস্তির দাবি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ, ওয়ার্নারের শাস্তির দাবি

প্রথম দুটি ম্যাচে হার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়ে শেষ চারের সম্ভাবনা জিইয়ে রেখেছে। অসিরা জয়ের সরণিতে ফিরলেও বিতর্কে জড়িয়েছেন ডেভিড ওয়ার্নার। আউট হয়ে আম্পায়ারের প্রতি খারাপ আচরণ করায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে অসি ওপেনারকে। ওয়ার্নারের শাস্তির দাবিও উঠেছে।
সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারে দিলশান মাদুশঙ্কার প্রথম বল ডেভিড ওয়ার্নারের সামনের পায়ে লাগে। শ্রীলঙ্কার ক্রিকেটাররা এলবিডব্লু–র আবেদন জানান। ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার জোয়েল উইলসন আউট দেন। ওয়ার্নার সঙ্গে সঙ্গে রিভিউ নেন। রিপ্লেতে দেখা যায়, মাদুশঙ্কার বলটা ইমপ্যাক্ট লাইনে থাকলেও হালকাভাবে লেগস্টাম্প স্পর্শ করত। টিভি আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন।
আম্পায়ার্স কল না হলে ডেভিড ওয়ার্নার কিন্তু আউট হতেন না। উইলসন আঙুল তোলায় ক্ষেপে যান ওয়ার্নার। তিনি ব্যাট দিয়ে সজোরে নিজের প্যাডে আঘাত করেন। মাঠ ছাড়ার সময় আম্পায়ার উইলসনের উদ্দেশ্যে চিৎকার করে কিছু বলেন। বলতে গেলে ওয়ার্নার মাঠে সেদিন অখোলোয়াড়চিত আচরণ করেছেন। এই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ওয়ার্নারকে। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল ওয়ার্নারের শাস্তির দাবিতে সরব।
সাইমন ডুল বলেছেন, ‘‌ওয়ার্নার মাঠে খুব খারাপ আচরণ করেছেন। আউট হওয়ার পর যেভাবে জোয়েল উইলসন আম্পায়েরের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে আজেবাজে কথা বলেছে, তাতে ওর শাস্তি পাওয়া উচিত। অন্তত জরিমানাও হওয়া উচিত। আশা করছি ওয়ার্নার কিছু ম্যাচ ফি হারাবে। আর সেটা যদি না হয়, তাহলে বুঝতে হবে মারাত্মক ভুল হচ্ছে।’‌
অখোলোয়াড়চিত আচরণের জন্য চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একজন ক্রিকেটারই শাস্তি পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রান আউট হয়ে সাজঘরে ফেরার পথে বাউন্ডারি সীমানায় ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। ডাগ আউটে একটা চেয়ারেও আঘাত করেন। আইসিসি–র কোড অফ কন্ডাক্টের ২.‌২ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। ম্যাচ ফি–র ৫০ শতাংশ জরিমানা হয়েছে গুরবাজের। একটা ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে আফগানিস্তানের এই ওপেনারের নামের পাশে। প্রশ্ন উঠছে, গুরবাজ যদি শাস্তি পান তাহলে ওয়ার্নার কেন পাবেন না?‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!