শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সেমিফাইনালের ছাড়পত্রের আশা কার্যত শেষ হয়ে গেছে পাকিস্তানের। ক্ষীণ সম্ভাবনা আছে, তবে বাবর আজমদের পার করতে হবে অসম্ভব সমীকরণ। লিগ পর্বের শেষ পর্বে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারাতে হবে। প্রথমে ব্যাট করে ৩০০ রান তুললে পাকিস্তানকে জিততে হবে ২৮৭ রানের ব্যবধানে। আর ইংল্যান্ড আগে ব্যাট করলে তাদের ৫০ রানের মধ্যে অল আউট করতে হবে। সেই রান তাড়া করতে হবে ২ ওভারের মধ্যে। পাকিস্তানকে সেমিফাইনালে যাওয়ার অভিনব কৌশল বাতলে দিয়েছেন যে দেশের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রাম। ইংল্যান্ড ব্যাটারদের ‘টাইমড আউট’ করার পরামর্শ দিয়েছেন।
এক টিভি শো–তে যোগ দিতে যাওয়ার আগে মজা করে আক্রাম বলেছেন, ‘পাকিস্তান প্রথমে ব্যাটিং করে যে রানই তুলুক, তাতেও সেমিফাইনালে যাওয়া সম্ভব। নিজেদের ইনিংস শেষ হওয়ার পর, পাকিস্তান ইডেনে ইংল্যান্ডের ড্রেসিংরুমে তালা লাগিয়ে দিক। তাহলে ইংল্যান্ডের ব্যাটারটা কেউ ব্যাট করতে নামতে পারবে না। ২০ মিনিটে সবাই টাইমড আউট হয়ে যাবে। আর পাকিস্তানও সেমিফাইনালে পৌঁছবে।’ আর এক প্রাক্তন অধিনায়ক মিসবা–উল–হক তো ম্যাচের আগে থেকেই ইংল্যান্ড ড্রেসিংরুমে তালা লাগানোর পরামর্শ দিয়েছেন।
পাকিস্তানের বিদায় যে নিশ্চিত হয়ে গেছে, এ ব্যাপারে কোনও সংশয় নেই। শুধু অঙ্কের জটিল সমীকরণ আছে। পাকিস্তান শিবিরও বৃহস্পতিবার রাতে নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা ম্যাচের পর নিজেদের বিদায়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে। রাতে ইডেনে প্র্যাকটিসের ফাঁকেই খবর এসে যায় পাকিস্তান শিবিরে। শনিবার ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান শিবিরের লক্ষ্য শেষ ম্যাচে ভাল কিছু করে দেশে ফিরতে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34