- এই মুহূর্তে দে । শ
- মে ২৯, ২০২৪
তাপমাত্রার হাফ সেঞ্চুরি, গরমে-জলসঙ্কটে নাজেহাল রাজধানী

দারুন অগ্নিবাণে নাজেহাল দিল্লিবাসি।নির্বাচনী উত্তাপ যত বাড়ছে তার সাথে সঙ্গত রাখছে আবহাওয়া । তাপমাত্রার আজ স্পর্শ করল ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস। তার সাথে চলছে ভয়াবহ তাপপ্রবাহ । মঙ্গলবারেই পারদ ছুঁয়েছিল ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানীর সর্বকালের রেকর্ড। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব শীঘ্রই সর্বকালীন রেকর্ড গড়বে ভারতের তাপমাত্রা। তার সাথে গোদের ওপর বিষফোঁড়া-র মত দেখা দিয়েছে তীব্র জলসঙ্কট।
মৌসম ভবন জানিয়েছে, আগামী দুদিন গোটা উত্তর আর উত্তর পশ্চিম ভারতে লু বইবে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের তরফ থেকে শ্রমিকদের জন্য ১২টা থেকে ৩টে পর্যন্ত সবেতন বিশ্রাম বরাদ্দ করার নির্দেশ জারি হয়েছে।
মরুরাজ্য রাজস্থান গত ১৮ দিন ধরে প্রবল দাবদাহে জ্বলছে। মঙ্গলবার চুরু জেলায় তাপমাত্রা ছিল ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি । জয়পুরে হিটস্ট্রোকের বলি হয়েছেন তিনজন। এদের মধ্যে ছিলেন দুই মহিলা এবং এক বৃদ্ধ। হরিয়ানার তাপমাত্রা ছিল ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস।
তবে ‘আষাঢ় বাণী’ এখনও শোনায়নি আবহাওয়া দফতর। তারা জানিয়েছে জুন মাসের প্রথম দিকে তাপপ্রবাহ বইবে উত্তর ভারতে । কেন্দ্রীয় হাওয়া অফিসের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘জুন মাসে দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব এবং রাজস্থান সহ ভারতের অধিকাংশ এলাকায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে এই রাজ্যগুলিতে। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং গুজরাটের কিছু কিছু এলাকা, উত্তর মধ্য প্রদেশ এবং উত্তর পশ্চিম ভারতে লু বইতে পারে। উত্তর পশ্চিম ভারতে জুন মাসে সাধারণত তিনদিন পর্যন্ত লু বইবার পূর্বাভাস রয়েছে। তবে সেই দিনক্ষণ বেড়ে তিন থেকে চারদিন হতে পারে।’
দেশের নির্বাচনী উত্তাপে এমনিতেই পুড়ছে রাজধানীসহ সারা দেশ । তার সাথে সমতা রেখে বাড়ছে তাপমাত্রা। এই অবস্থায় ‘তপের তাপের বাঁধন’ কবে কাটবে সেই উত্তর খুঁজছে সমগ্র উত্তর ভারত ও উত্তর পশ্চিম ভারত।
❤ Support Us