Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৩, ২০২২

রোনাল্ডোর সঙ্গে বিচ্ছেদ ম্যাঞ্চেস্টারের, ক্ষোভ উগরে দিলেন রুনি

আরম্ভ ওয়েব ডেস্ক
রোনাল্ডোর সঙ্গে বিচ্ছেদ ম্যাঞ্চেস্টারের, ক্ষোভ উগরে দিলেন রুনি

জুভেন্টাস থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে আসাকে অনেকেই ওল্ড ট্র্যাফোর্ডের উচ্ছৃঙ্খল ছেলের প্রত্যাবর্তন হিসাবে দেখেছিল। সেই ‘‌উচ্ছৃঙ্খল’‌ ছেলের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ক্লাবের পক্ষ থেকে মৌখিকভাবে বিচ্ছেদের কথা রোনাল্ডোকে জানানো হয়েছে। রোনাল্ডোও সোশ্যাল মিডিয়ায় ম্যাঞ্চেস্টারের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো জানিয়েছেন, ‘‌ম্যান ইউ–য়ের সঙ্গে কথা হয়েছে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে আমাদের বিচ্ছেদ হয়েছে। আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ভালবাসি। ক্লাবের সমর্থকদেরও ভালবাসি। এই ভালবাসার কোনও পরিবর্তন হবে না। ভবিষ্যতের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতি আমার শুভেচ্ছা রইল।’‌ ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌ক্লাবের সঙ্গে রোনাল্ডোর বিচ্ছেদ হয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যে অবদান রোনাল্ডো রেখেছে, তার জন্য ওকে ধন্যবাদ।’‌
এদিকে, রোনাল্ডোর প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ ওয়েন রুনি। তিনি রোনাল্ডোর সমালোচনা করে বলেছেন, ‘‌রোনাল্ডো যেভাবে ক্লাব কর্তাদের ও ম্যানেজারের সমালোচনা করেছে, এটা খুবই লজ্জার। ও দীর্ঘদিন ম্যাঞ্চেস্টারের হয়ে খেলেছে। ক্লাবের প্রতি ওর দায়বদ্ধতা আছে। সবাই ওর সাক্ষাৎকার দেখেছে। আমার মনে হয়ে না এরপর রোনাল্ডোকে আর দলে রাখা সম্ভব ছিল। ওর মতো একজন ফুটবলারের কাছ থেকে এই রমক মন্তব্য মেনে নেওয়া যায় না। রোনাল্ডো সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ও যে আর ম্যাঞ্চেস্টারের হয়ে খেলবে না, প্রাক্তন সতীর্থ হিসাবে খারাপ লাগছে।’‌

পর্তুগাল ফরোয়ার্ড গত সপ্তাহে টক টিভিতে পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ম্যানেজার এরিক টেন হ্যাগের প্রতি তাঁর কোনও শ্রদ্ধা নেই। ওয়েন রুনি প্রসঙ্গে বলেছিলেন, ‘‌আমি জানি না ও কেন এভাবে আমার সমালোচনা করেছে। ওর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি এখনও শীর্ষ পর্যায়ে ফুটবল খেলছি। এটা কারণ হতে পারে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!