- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৮, ২০২৪
প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, উত্তীর্ণ ৯০শতাংশ। প্রথম আলিপুরদুয়ারে অভীক দাস। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

পূর্ব নির্ধারিত সময় সুচি অনুযায়ী প্রকাশিত হল ২০২৪ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল।দুপুর ১টায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করলেন এবারের ফল।পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল সংসদ। দুপুর তিনটে থেকে অনলাইনে পরীক্ষার্থীরা জানতে পারবে তাদের ফল।
এই বছর ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি । মোট পরীক্ষার্থী ছিল ৭,৯০,০০০।ছাত্রদের তুলনায় ছাত্রীসংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৫৩ জন বেশি । পরীক্ষা কেন্দ্র ছিল ২৩৪১ টি। আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হবে স্কুলগুলিকে। ছাত্র ছাত্রীরা ওই দিন তা সংগ্রহ করতে পারবে নিজেদের স্কুল থেকে।
মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭,৬৪,৪৪৮, যার মধ্যে পাশ করেছে ৬,৭৯,৭৮৪। মোট ৯০ শতাংশ পরীক্ষার্থী এবারে উত্তীর্ণ হয়েছে। পাশের হারে এগিয়ে ছেলেরা। তাদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ।। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা(৯৫.৭৭ শতাংশ ),তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা। কলা বিভাগে পাশের হার ৮৮.২ , বিজ্ঞান বিভাগে ৯৭.১৯ শতাংশ, বাণিজ্য বিভাগে উত্তীর্ণ ৯৬. ০৮ শতাংশ।
উচ্চমাধ্যমিকে সম্ভাব্য মেধাতালিকায় প্রথমজ দশে রয়েছে ৫৮ জন, জাদের মধ্যে ৩৫ জন ছাত্র ও ২৩ জন ছাত্রী। প্রথম স্থান দখল করেছে আলিপুরদুয়ারে ম্যাক উইলিয়াম হাইস্কুলের ছাত্র অভীক দাস। প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ। দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা(৪৯৫)। প্রাপ্ত নম্বর । তৃতীয় মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের ছাত্র অভিষেক গুপ্তা (প্রাপ্ত নম্বর ৪৯৪)। ।মেধাতালিকায় যুগ্মভাবে চতুর্থ ও মেয়েদের মধ্যে প্রথম কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী প্রতীচী রায় তালুকদার ও চন্দননগরের কৃ্ষ্ণভাবিনী স্কুলের স্নেহা ঘোষ (৪৯৩)। পঞ্চম কন্টাই হাইস্কুলের সায়ন্তন মাইতি (৪৯২)।
উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছেন,’উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। আগামী দিনে তোমরা আরও সফল হবে, দেশের নাম, রাজ্যের নাম উজ্জ্বল করবে – এই প্রার্থনা করি।আর আজ যারা কোনো কারণে সফল হতে পারোনি, তাদের বলব ভেঙে না পড়ে মন দিয়ে চেষ্টা কর। আগামীতে তোমরাও সফল হবে। আমার অগ্রিম শুভেচ্ছা রইল।’
দুপুর তিনটে থেকে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন অনলাইনে।যে ওয়েবসাইটগুলিতে ফল দেখা যাবে সেগুলি হল,
http://wbresults.nic.in
www.results.shiksha
www.indiaresults.com
www.jagranjosh.com
www.technoindiagroup.com
https://www.fastresult.in
এছাড়াও বেশ কিছু সংবাদ মাধ্যমের ওয়েবসাইট থেকেও জানা যাবে ফল।
এছাড়াও মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ‘WBCHSE Results’ অ্যাপলিকেশন ডাউনলোড করলেও জানা যাবে ফলাফল। ওয়েবসাইটে ‘হোমপেজ’-এ দেওয়া ‘রেজাল্ট’-এর লিঙ্কে ক্লিক করার পর রোল নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলে রেজাল্ট দেখা যাবে।
পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। আগামী বছর সেমেস্টার নিয়মে হবে পরীক্ষা। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমকে চারটি সেমিস্টারে ভাগ করা হচ্ছে।
❤ Support Us