Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • আগস্ট ৩০, ২০২৩

কলকাতার দুর্গাপূজায় সপরিবারে বিগ বি কে আমন্ত্রণ মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতার দুর্গাপূজায় সপরিবারে বিগ বি কে আমন্ত্রণ মমতার

অমিতাভ বচ্চনের বাড়ি থেকে বেড়িয়ে বুধবার সন্ধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো উচ্ছ্বসিত। বিগ-বি-র বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আমি এই প্রথম ভারতরত্ন, আমি ওনাকে ভারতরত্নই বলি, সেই অমিতাভ বচ্চনের বাড়িতে যাওয়ার সুযোগ পেলাম। অমিতাভজি, জয়াজি, অভিষেকজি, ঐশ্বর্যজি, শ্বেতাজির সঙ্গে দেখা হল। জয়াজি, বাংলার মেয়ে, ধন্যি মেয়ের অভিনেত্রী। আমি অমিতজিকে রাখি পরালাম। কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানালাম। কলকাতার দুর্গাপূজায়ও আসার জন্য অমিতজির পরিবারকে আমন্ত্রণ জানিয়েছি।”

আগামী শুক্র ও শনিবার মুম্বইয়ে “ইন্ডিয়া” জোটের বৈঠক। এই বৈঠক প্রসঙ্গে অমিতাভ বচ্চনের বাড়ির সামনে সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্র্শ্ন করলে তিনি বলেন, “বৈঠক এখনও হয়নি। বৈঠক হলে তারপর এই নিয়ে যা বলার বলব, এই বিষয়ে এখন কিছু বলব না।”

মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে এদিন মুম্বইয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “গ্যাসের দাম প্রথমে বাড়িয়ে ভোটের মুখে কমাচ্ছে।”


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!