- এই মুহূর্তে দে । শ
- জুন ৮, ২০২৩
বিরোধেও সৌজন্য বার্তা, মোদিকে আম পাঠালেন মমতা।রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির বাড়িতেও গেল ফলের রাজা
কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে তাঁর অহিনকুল সম্পর্ক। তাও তিনি তাঁর সৌজন্য, দীর্ঘকালীন অভ্যাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলার সেরা আম পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মকেও এই একই প্রজাতির আম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্য প্রদর্শনের জন্য বাংলার গ্রীষ্মকালীন সেরা ফল “আম” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও। সূত্রের মাধ্যমে জানা গেছে সুসজ্জিত বাক্সে করে হিমসাগর, ল্যাংড়া, লক্ষ্মী ভোগ আম পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ সূত্রের মাধ্যমে জানা গেছে, ডি ওয়াই চন্দ্রচূড় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো গ্রীষ্মের সেরা ফল গ্রহণ করেছেন।
গত বছর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সেরা আম পাঠিয়েছিলেন৷ ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শাসন ক্ষমতায় আসার পর থেকে নিয়ম করে তিনি এই ঐতিহ্য চালিয়ে যাচ্ছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিষ্টিও পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। এর আগে ২০১৯ সালে নরেন্দ্র মোদি নিজেই জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজা উপলক্ষে তাঁকে কুর্তা,পায়জামা ও মিষ্টি পাঠিয়েছেন। নরেন্দ্র মোদি বলিউডের স্টার অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “বিরোধী রাজনৈতিক দলে আমার অনেক বন্ধু আছেন। আপনি শুনলে অবাক হবেন যে মমতা দিদি ব্যক্তিগতভাবে আমায় প্রতি বছর একটা বা দুটো কুর্তা পাঠান।”
❤ Support Us








