Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৮, ২০২৪

৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে উচ্চমাধ্যমিকের টেস্ট। একাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষার সময় সূচি নিয়ে সংসদের বিজ্ঞপ্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে উচ্চমাধ্যমিকের টেস্ট। একাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষার সময় সূচি নিয়ে সংসদের বিজ্ঞপ্তি

২০২৫ এর উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষরা শেষ করতে হবে ৩০ নভেন্বরের মধ্যে । এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । পাশাপাশি আগামী ২৩ মার্চ থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গেই ক্লাস ইলেভেনের সেমিস্টার ২ এর পরীক্ষাও হবে । দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত, দুঘন্টায় হবে সেই পরীক্ষা । শুধুমাত্র বৃত্তিমূলক বিষয় যেমন মিউজিক, ভিস্যুয়াল আর্টের ক্ষেত্রে পরীক্ষা হবে ১ ঘন্টা ১৫ মিনিটের । এদিন নির্দেশিকা জারি করে প্রতিটি স্কুলকে সেই মর্মে, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের স্বাক্ষরিত চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই দুটি ধাপে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সেমিস্টার টু-এর পরীক্ষা নেওয়া হয় । উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর ১.১৫ মিনিটে । তারপরেই একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার টু-এর পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে ।

২০২৫-এর মার্চেই হবে শেষ বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে । ২০২৫-২৬ থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে পরীক্ষা । ২০২৪-এ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়ারা ওই পদ্ধতিতে প্রথমবার পরীক্ষা দেবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!