- এই মুহূর্তে
- জানুয়ারি ২২, ২০২৬
রাজীব কুমারের পর কে ? ডিজি নিয়োগে ৪৮ ঘণ্টার মধ্যে নামপ্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে, ২৯ জানুয়ারির মধ্যে প্যানেল দেবে ইউপিএসসি
রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে দীর্ঘ টানাপড়েনের মধ্যেই কড়া নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৩ জানুয়ারির মধ্যে ডিজি পদের জন্য প্রস্তাবিত আইপিএস অফিসারদের নামের তালিকা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)–র কাছে পাঠাতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে— এমনই নির্দেশ দিয়েছে ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ। আইপিএস অফিসার রাজেশ কুমারের করা মামলার শুনানিতে বুধবার ট্রাইবুনাল স্পষ্ট জানিয়ে দেয়, যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো আইপিএস অফিসারকে ডিজি পদের জন্য বঞ্চিত করা যায় না। সে সূত্রেই রাজ্যকে অবিলম্বে নামপ্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ক্যাটের নির্দেশ অনুযায়ী, রাজ্যের পাঠানো প্রস্তাব পাওয়ার পর ২৮ জানুয়ারি ইউপিএসসি-র ‘এমপ্যানেলমেন্ট কমিটি’ বৈঠকে বসবে। ওই বৈঠকে ডিজি পদের জন্য উপযুক্ত আইপিএস অফিসারদের একটি প্যানেল তৈরি করা হবে। এরপর ২৯ জানুয়ারির মধ্যে সে প্যানেল রাজ্য সরকারের হাতে তুলে দিতে হবে ইউপিএসসি-কে। ট্রাইবুনালের পর্যবেক্ষণ, প্যানেল পাওয়ার পর যত দ্রুত সম্ভব রাজ্য সরকারকে স্থায়ী ডিজি নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ১১ মার্চ।
বর্তমানে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে রয়েছেন আইপিএস রাজীব কুমার। আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসর নেওয়ার কথা। ফলে তার আগেই স্থায়ী ডিজি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে প্রশাসনিক স্তরে তৎপরতা বেড়েছে। প্রসঙ্গত, রাজীব কুমারের আগে রাজ্যের স্থায়ী ডিজি ছিলেন আইপিএস মনোজ মালব্য। ২০২৩ সালের ডিসেম্বরে তাঁর অবসর নেওয়ার পরই রাজ্য সরকার ইউপিএসসি-র কাছে পরবর্তী ডিজি নিয়োগের জন্য একটি প্যানেল পাঠিয়েছিল। কিন্তু নিয়ম অনুযায়ী, কোনো স্থায়ী ডিজির অবসরের অন্তত তিন মাস আগে ওই প্যানেল পাঠানো বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় রাজ্যের পাঠানো সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ইউপিএসসি। ‘ডেট অফ ভ্যাকেন্সি’ হিসেবে মনোজ মালব্যের অবসরের সময়কেই ধরা হয়েছে বলে জানায় কমিশন।
এই পরিস্থিতিতেই আইপিএস রাজেশ কুমার ট্রাইবুনালের দ্বারস্থ হন। বর্তমানে তিনি রাজ্যের গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব পদে কর্মরত। ১৯৯০ ব্যাচের এই আইপিএস অফিসারের অভিযোগ, ডিজি হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাঁকে পরিকল্পিত ভাবে বঞ্চিত করা হচ্ছে। তাঁর আবেদনের প্রেক্ষিতেই ক্যাট এই নির্দেশ দেয়। নিয়ম অনুযায়ী, ডিজি নিয়োগের ক্ষেত্রে ইউপিএসসি রাজ্যের পাঠানো নামের তালিকা থেকে ৩ জন সিনিয়র আইপিএস অফিসারকে শর্টলিস্ট করে। এই ৩ জনের মধ্য থেকেই একজনকে রাজ্য সরকার পরবর্তী স্থায়ী ডিজি হিসেবে বেছে নেয়। ওই প্যানেল চূড়ান্ত করে একটি উচ্চপর্যায়ের কমিটি, যেখানে থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বা তাঁর মনোনীত প্রতিনিধি, কেন্দ্রীয় আধাসেনার কোনো ডিজি, ইউপিএসসি-র এক প্রতিনিধি, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিব এবং বিদায়ী স্থায়ী ডিজি। সব মিলিয়ে, রাজীব কুমারের অবসরের আগে স্থায়ী ডিজি নিয়োগ করতে গেলে রাজ্য সরকারের হাতে সময় এখন অত্যন্ত সীমিত। ক্যাটের নির্দেশে প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন একটাই, রাজীব কুমারের পরে রাজ্য পুলিশের শীর্ষ পদে বসছেন কে?
❤ Support Us






