Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৮, ২০২২

শাহ দরবারে ধনখড়। দিল্লিতে বৈঠক, কী নিয়ে আলোচনা?

আরম্ভ ওয়েব ডেস্ক
শাহ দরবারে ধনখড়। দিল্লিতে বৈঠক, কী নিয়ে আলোচনা?

দিল্লিতে শাহ-ধনখড় বৈঠক। সূত্রের খবর, রামপুরহাট সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যে। টুইট করে বৈঠকের কথা জানিয়েছেন রাজ্যপাল নিজেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির বাসভবনেই বৈঠক হয় বলে টুইটে উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে ২৪ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যপালের পদ থেকে জগদীপ ধনখড়কে সরানোর দাবি জানান তৃণমূল সাংসদরা। রামপুরহাট কাণ্ড নিয়ে সেদিন শাহকে সম্পূর্ণ রিপোর্টও জমা দেন সাংসদরা। তৃণমূলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সাংসদ দল। সেদিন শাহের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘রাজ্যপাল সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছেন। কোনও রাজ্যে এটা দেখা যায় না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নিতে পারছেন না। দ্রুত রাজ্যপালকে সরানোর দাবি জানিয়েছি।’

উল্লেখ্য, রামপুরহাট কাণ্ডে রাজ্যের মুখ্যসচিবের কাছে ‘জরুরি ভিত্তিতে তথ্য’ জানতে চান রাজ্যপাল। টুইটে নিশানা করেন রাজ্য সরকারকে। পাল্টা চিঠি দিয়ে আবার রাজ্যেপালের বিরুদ্ধে রাজ্যকে কালিমালিপ্ত করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যার জবাবে আবার রাজ্যপাল উত্তর দেন, ‘রাজভবনে বসে আমি নীবর দর্শক হয়ে থাকতে পারি না। আমাদের রাজ্য শান্তিপূর্ণ, এই দাবি হাস্যকর।’

রাজ্যপাল কী কারণে হঠাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যের শাসক শিবিরের একাংশের ধারণা, বীরভূমের রামপুরহাটে হত্যাকাণ্ড এবং তার পরবর্তী পরিস্থিতির বিষয়টি শাহ দরবারে ‘নিজের মতো করে ব্যাখ্যা করেছেন’ ধনখড়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!