- বৈষয়িক
- জুন ৬, ২০২২
স্মার্টকার্ড । সরকারি বাসে যেকোনো প্রান্তে যাতায়াত, এক কার্ডে। অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে রাজ্য সরকার স্মার্টকার্ড আনার ঘোষণা করেছে। এবার এই স্মার্টকার্ড ব্যবহার করে যাতে যাত্রীরা রাজ্যের যেকোন প্রান্তে সরকারি বাসে যাতায়াত করতে পারেন তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে বাসে যাতায়াত করার জন্য যে স্মার্টকার্ড চালু করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে সুবিধা হবে উভয় পক্ষের।
বাসে যাতায়াত করার ক্ষেত্রে স্মার্টকার্ড ব্যবহার করার ফলে টিকিটের প্রয়োজন হবে না। স্মার্টকার্ড দেখিয়েই যাত্রীরা সরকারি বাসে রাজ্যের যেকোন প্রান্তে যাতায়াত করতে পারবেন। স্মার্টকার্ড রিচার্জ করে রাখতে হবে যাত্রীদের। এর ফলে রাজ্য সরকারের আয় অনেকটা বাড়বে। রাজ্য সরকারের আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যাত্রীরাও রিচার্জের সময় বিশেষ ছাড় পাবেন।
স্মার্ট কার্ড চালু হওয়ার টিকিট বুক করার জন্য লাইন দিতে হবে না, এক জায়গা থেকে অন্য জায়গায় বাস পরিবর্তনের সময় বারবার টিকিট কাটতে হবে না । এই স্মার্টকার্ড চালু ব্যবস্থা দেশে প্রথম চালু হবে বলে দাবি করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ‘এই ব্যবস্থা চালু হলে দেশের মধ্যে আমরাই প্রথম এই ব্যবস্থা চালু করব। সব দিক খতিয়ে দেখে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
স্মার্টকার্ড, সোয়াইপ মেশিন তৈরি করা এবং সেগুলির রক্ষণাবেক্ষণও বিতরণের দায়িত্বে থাকবে কোন বেসরকারি সংস্থা? সেই সংস্থার উপর সমস্ত দায়িত্ব দেওয়া হবে কি না? এ সব বিষয়গুলো সরকার তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলেই স্মার্ট কার্ড বাস যাত্রীদের হাতে এসে পড়বে।
এর পাশাপাশি ‘পথদিশা’ মোবাইল অ্যাপ চালু করেছে পশ্চিমবঙ্গ সরকরা। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ওলা এবং উবের অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবার মতো, যেখানে একজন যাত্রী আসন্ন গাড়ির অবস্থান যাচাই করতে পারে, ‘পথদিশা’ এখন থেকে একজন যাত্রীকে একটি বাসের অবস্থান দেখতে সক্ষম করবে। এটি পরবর্তী গন্তব্য, আসনের প্রাপ্যতা, কতটা ভেতরে ভিড়-সংক্ষেপে সবকিছু জানতে সাহায্য করবে।
❤ Support Us