Advertisement
  • এই মুহূর্তে
  • জুলাই ৯, ২০২২

অমরনাথ থেকে বাংলার তীর্থযাত্রীদের ফেরাতে সক্রিয় নবান্ন, চালু হেল্পলাইন নম্বর

আরম্ভ ওয়েব ডেস্ক
অমরনাথ থেকে বাংলার তীর্থযাত্রীদের ফেরাতে সক্রিয় নবান্ন, চালু হেল্পলাইন নম্বর

হঠাৎ বিপত্তি। অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড তীর্থযাত্রা। খোঁজ নেই বহু তীর্থযাত্রীর চরম প্রাকৃতিক প্রতিকূলতায় আটকে রয়েছেন অনেকে। তাঁদের মধ্যে বাঙালি পর্যটকদের থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাংলার ২১ পর্যটক আটকে রয়েছে অমরনাথে। তাদের মধ্যে ১৫ জন হাওড়ার বাসিন্দা। তবে তাঁদের কারোর হদিশ মেলেনি বলেই খবর।

তাঁদের সাহায্যার্থে নবান্নে কন্ট্রোল রুম চালু করল রাজ্য সরকার। বাংলার আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু-কাশ্মীর প্রশাসনেক সঙ্গেও যোগাযোগ রাখছে নবান্ন। শনিবার টুইট করে এমনই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেন। লেখেন, ‘অমরনাথের প্রাকৃতিক দুর্যোগে আমি শোকাহত আর বিস্মিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।’ একইসঙ্গে তিনি জানান, রাজ্যের তীর্থযাত্রীদের ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। চালু হয়েছে কন্ট্রোল রুম (০৩৩- ২২১৪৩৫২৬) । জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে রাজ্য সরকার। দুর্গতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!