শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
পুজোর ছুটির পর রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলোতে মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এদিকে কানাঘুষোয় শোনা যাচ্ছে ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। যদিও পরীক্ষা পিছিয়ে দেওয়া প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষক সমিতির সম্পাদক সৌগত বসু এবং এডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস এর সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি জানান, এখনও পর্যন্ত সেই অর্থে সরকারের তরফে অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রতীম বৈদ্য এই প্রসঙ্গে জানিয়েছেন, “সরকারি ভাবে আমাদের কাছে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনও নির্দেশিকা এখনও পর্যন্ত আসেনি। তাই আমরা বলতে পারছি না ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে।” সুতরাং ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বলে যে খবর শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এখনও সেই বিষয়টি প্রসঙ্গে নিশ্চিত করে কিছু জানায়নি।
আসলে ২০২৪ -এ লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে । তাই টেস্ট পরীক্ষার পর সিলেবাস শেষ করার ক্ষেত্রে কোনও কোনও স্কুলের সমস্যা হচ্ছে, এটা বাস্তব বলেই জানা যাচ্ছে। তাই সার্বিক ভাবে এমন একটা খবর ছড়িয়েছে যে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। এই রটনার ভিত্তিতেই মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুজব ক্রমশ বাড়ছে। এর ফলে পরীক্ষর্থীদের মনে বিরূপ প্রত্রিক্রিয়া সৃষ্টি হতে পারে, মনোঃসংযোগে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন শিক্ষকরা। এমনও শোনা যাচ্ছে, নতুন রুটিন প্রকাশ করতে পারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
প্রায় একমাসের ছুটি কাটিয়ে ১৭ নভেম্বর থেকে রাজ্যের স্কুলগুলি খুলে গেছে। বহু স্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও শুরু হয়ে গেছে। টেস্ট পরীক্ষা নেওয়া শুরু হলেও অনেক স্কুলের শিক্ষকদের বক্তব্য, বর্তমানে ছুটির সংখ্যা বেড়েছে। তাই বেশি ছুটি থাকায় সিলেবাস শেষ করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি বহু ক্ষেত্রে। এদিকে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা প্রায় একুশ দিন এগিয়ে আসায় ছাত্রছাত্রীদের উপর এর প্রভাব পড়বে বলে মনে করছেন শিক্ষকদের একটি অংশ। তাই কোনও কোনও মহল বলছে, মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হতে পারে। তবে রুটিন প্রকাশ হয়ে যাওয়ার পর পরীক্ষা পিছনোর সম্ভাবনাকে ক্ষীণ বলেই মনে করছেন শিক্ষকদের একটি বড় অংশ ও বিভিন্ন শিক্ষক সমিতির নেতৃত্বরা।
–
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২৪ সালের মাধ্যমিক শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে। কোন ভাবে পরীক্ষা হবে, পরীক্ষা কেন্দ্রে এবার বেশি সংখক পরীক্ষার্থী বসিয়ে পরীক্ষা নেওয়া হবে, ছোট পরীক্ষা কেন্দ্র হবে না ইত্যাদি নির্দেশিকাও জারি করেছে পর্ষদ। অতএব প্রস্তুতি নেওয়ার জন্য হাতে যথেষ্ট সময় নেই, সেটা বলা যাচ্ছে না। তবে কোনও কোনও স্কুলে সিলেবাস শেষ না হলে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে। তবে কিছু স্কুলের সিলেবাস শেষ হয়নি বলে ২০২৪ -এর মাধ্যমিক পরীক্ষা পর্ষদ পিছিয়ে দেবে এটা মনে করছেন না বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। তাঁদের কথায়, যে বছর রাজ্যে লোকসভা বা বিধানসভা নির্বাচন পরে যায় সেই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার রীতি রাজ্যে আছে। আগেও এমন ঘটনা ঘটেছে, পরীক্ষা এগিয়ে এসেছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এনে ২৪ ফেব্রুয়ারি করা হয়েছিল। একই কারণে ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষা খানিকটা এগিয়ে ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারী শেষ হয়েছিল। ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে ১২ ফেব্রুয়ারি। বেলা ১১টা ৪৫ থেকে ৩ টা পর্যন্ত চলবে পরীক্ষা। ২০২৩ এর মাধ্যমিক শুরু হয়েছিল ১৪ মার্চ শেষ হয়েছিল ২৭ মার্চ। তাই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34