Advertisement
  • কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
  • জুন ১৭, ২০২২

আজ জয়েন্টের ফল। বিকেল ৪ থেকে রেজাল্ট ওয়েবসাইটে…

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ জয়েন্টের ফল। বিকেল ৪ থেকে রেজাল্ট ওয়েবসাইটে…

আজ রাজ্যে  জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল বেরবে  দুপুর ২ টো ৩০ মিনিটে । ৪ থেকে সফল পরীক্ষার্থীর মুখ ভেসে উঠবে ওয়েবসাইডে। এবার পরীক্ষায় বসেছিলেন   ১ লক্ষ ২ হাজার । লাদাখের ১ পড়ুয়া সহ  অসম ও ত্রিপুরা ভিন্ন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার।

ফল দেখা যাবে  www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে ।এছাড়াও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.inবা wbjeeb.in-এ। ফলাফল জানা যাবে  ফল জানতে পরীক্ষার্থীদের তৈরি থাকতে হবে অ্যাডমিট কার্ড নিয়ে ।

বোর্ডের তরফে জানানো হয়েছে, রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হবে Rank Card-এর আকারে। এই কার্ডে পরীক্ষার্থীর নাম, বিভাগ, জন্মতারিখ, আবেদনের নম্বর, Rank, মোট প্রাপ্ত নম্বর-সহ অন্যান্য তথ্য থাকবে। আরও বিবরণ জানতে আগ্রহী পরীক্ষার্থীরা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।Rank Card of WBJEE-2022 ডাউনলোড করা যাবে বোর্ডের ওয়েবসাইট থেকে। শুক্রবার বিকেল চারটের পর থেকে কার্ড ডাউনলোড করা যাবে ।

আজ শুক্রবার অধীর অপেক্ষায় বানিতে বসে আছেন পরীক্ষার্থীরা । কয়েক ঘন্টার মধ্যেই চোখ ছুটবে কম্পিউটার অথবা মুঠোফোনের স্ক্রিনে।

 


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!