Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৬, ২০২৩

রাজ্য জয়েন্ট এণ্ট্রান্স পরীক্ষার ফলাফলে জেলাকে টপকে শীর্ষে মহানগর, প্রথম ও দ্বিতীয় স্থানে ডিপিএস রুবি পার্কের দুই ছাত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্য জয়েন্ট এণ্ট্রান্স পরীক্ষার ফলাফলে জেলাকে টপকে শীর্ষে মহানগর, প্রথম ও দ্বিতীয় স্থানে ডিপিএস রুবি পার্কের দুই ছাত্র

২০২৩ সালের রাজ্য জয়েন্ট এণ্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। বিকেল চারটে থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোড করতে পারবে।

এ বছর পরীক্ষা হয়েছিল গত ৩০ এপ্রিল। ২৬ দিনের মাথায় প্রকাশিত হল ফল। মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২৪ হাজার ৯১৯। যা গতবারের থেকে বেশি।বোর্ড জানিয়েছে,ডব্লিউডব্লিউডব্লিউ.ডব্লিউবিজেইইবি.এনআইসি.ইন ও ডব্লিউডব্লিউডব্লিউ.ডব্লিউবিজেইইবি.ইন নামে দুটো ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রাপ্ত নম্বর, জিএমআর, পিএমআর জানতে পারবেন পড়ুয়ারা।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ১,২৪,৯১৯ জন। পরীক্ষা দেন ৯৭,৫২৪ জন। কৃতকার্য হয়েছেন ৯৬,৯১৪ জন। পাশের হার ৯৯.৪ শতাংশ । এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কৃতকার্য হয়েছেন ৭২ শতাংশ পরীক্ষার্থী। প্রত্যেক বছরের মত এবারও তিনটি ধাপে হবে কাউন্সেলিং প্রক্রিয়া। প্রথমে অ্যালটমেন্ট, তারপর আপগ্রেডেশন এবং সবশেষে মপ আপ রাউন্ড। কাউন্সেলিংয়ের প্রক্রিয়া আরও সরল করতে একটি পুস্তক প্রকাশ করা হবে বলে জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে ।

এ আইসিটিই অর্থাৎ কাউন্সেলিং অফ আর্কিটেকচার এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে বিভিন্ন কলেজকে কাউন্সেলিংয়ের জন্য অনুমোদন দেওয়া হবে। রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের আসন সংখ্যা প্রায় ৩৪ হাজার।

মাধ্যমিক  ও উচ্চমাধ্যমিকে জেলা স্তরে যে ফলাফল দেখা জয়েন্টের ক্ষেত্রে তার বিপরীত ছবিই ধরা পড়েছে। এবারে পরীক্ষায় প্রথম হয়েছে মহম্মদ সাহিল আখতার।ডিপিএস রুবি পার্ক স্কুলের পড়ুয়া সে। দ্বিতীয় স্থানে একই স্কুলের সোহম দাস। তৃতীয় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সারা মুখোপাধ্যায়। চতুর্থ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সৌহার্দ্য দণ্ডপাত।  মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন দুর্গাপুর হেমশিলা মডেল স্কুলের ছাত্র অয়ন গোস্বামী।ষষ্ঠ সোদপুর নারায়না স্কুলের অরিত্র আম্বুদ দত্ত।সপ্তম স্থান অধিকার করেছেন কোটা রাজস্থানের মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলের কিন্তন সাহা। অষ্টম বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সাগ্নিক নন্দী।নবম রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র রক্তিম কুণ্ডু। জয়েন্টে দশম শ্রীরাজ চন্দ্র।
জয়েন্টে সফল পড়ুয়াদের মধ্যে এ বছর ৫১ হাজার ৩৪৫ জন উচ্চ মাধ্যমিক বোর্ডের। আইএসসি পরীক্ষার্থী ২ হাজার ১৪২ জন। সিবিএসই পরীক্ষার্থী ২৮ হাজার ২৭ জন। বাকি বোর্ড থেকে জয়েন্ট দিয়েছিলেন ১৫ হাজার ৩৯২ জন । প্রত্যেক   কৃতী পড়ুয়াদের আন্তরিক শুভকজামনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!