Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২, ২০২৩

ডুরান্ড ফাইনালে আগের ডার্বির কথা মাথায় রাখছেন না মোহনবাগান কোচ ফেরান্দো

আরম্ভ ওয়েব ডেস্ক
ডুরান্ড ফাইনালে আগের ডার্বির কথা মাথায় রাখছেন না মোহনবাগান কোচ ফেরান্দো

১৯ বছর আগে দিল্লিতে ডুরান্ড কাপের ফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গেল। ১৯ বছর পর আবার দুই দল ফাইনালে মুখোমুখি। মোহনবাগানের সামনে জোড়া প্রতিশোধের হাতছানি। একদিকে ১৯ বছর আগের ফাইনালের হারের, পাশাপাশি এবছর ডুরান্ড কাপে গ্রুপ লিগে পরাজয়ের। রীতিমতো চাপ নিয়েই ডুরান্ড ফাইনালে নামতে হচ্ছে জুয়ান ফেরান্দোর দলকে। কারণ, হারলেই পরপর দুটি ডার্বিতে হারের লজ্জা।
সদস্য–সমর্থক থেকে ফুটবলার, প্রত্যেকের মুখে প্রতিশোধের কথা শোনা গেলেও মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর অন্য মানসিকতা। ডার্বি নিয়ে আলাদা কোনও উত্তেজনা নেই। আসলে ফুটবলারদের ডার্বির উত্তেজনা থেকে দুরে সরিয়ে রাখতে চাইছেন। কারণ, গ্রুপ লিগের ডার্বিতে এগিয়ে থেকে মাঠে নেমে হারতে হয়েছিল। সে কথা মাথায় রেখেই রবিবার ফাইনালে খেলতে নামছেন। যদিও মরশুমের দ্বিতীয় ডার্বিতে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে মোহনবাগান শিবির।
রবিবার ফাইনালে মাঠে নামার আগে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো আগের ডার্বির কথা মাথায় রাখছেন না। তিনি বলেন, ‘‌যে কোনো প্রতিযোগিতার ফাইনাল সবসময়ই গুরুত্বপূর্ণ। সদস্য–সমর্থদকের মধ্যে ডার্বি নিয়ে আবেগ রয়েছে। ফুটবলাররা সেটা মাথায় রেখেই মাঠে নামবে। আগের ডার্বিতে কী হয়েছে, তা মাথায় রাখতে চাই না। এটা নতুন ম্যাচ। ট্রফি জেতাটাও গুরুত্বপূর্ণ। সেকথা মাথায় রেখেই মাঠে নামব।’‌
ইস্টবেঙ্গলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন সবুজমেরুণ কোচ। ফেরান্দো বলেন, ‘‌ইস্টবেঙ্গল যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। গ্রুপ লিগে মাত্র একটা ম্যাচ ড্র করেছে। বাকি সব ম্যাচ জিতে ফাইনালে উঠে এসেছে। গোটা দল ভাল খেলছে। প্রতিটা ম্যাচেই উন্নতি করেছে। কুয়াদ্রাতও ভাল কোচ। ফলে আমাদের কাজ সহজ হবে না। তবে আগের ডার্বিতে কী হয়েছিল, ফুটবলাররা তা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায়। আশা করছি সমর্থকদের প্রত্যাশাপূরণ করতে পারবে।’‌‌


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!