- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২৮, ২০২৩
নয়া দিল্লিতে বৈঠকের পর শাংফুর সঙ্গে করমর্দন এড়িয়ে গেলেন রাজনাথ । জঙ্গিদের পাক মদত, প্রতিরক্ষা মন্ত্রীর কড়া প্রতিক্রিয়া
চিত্র: সংবাদ সংস্থা
দিল্লিতে চলছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অন্তর্গত দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক। শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ওই বৈঠকে বেশ কিছু কথা বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালানোর উদ্দেশ্যে। এদিন রাজনাথ অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ক্রাউডফান্ডিং করে সন্ত্রাসবাদীরা দেদার টাকা তুলছে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনকে এর বিরুদ্ধে শক্তিশালী করার ডাক দিয়েছেন রাজনাথ। তিনি এও জানিয়েছেন, এব্যাপারে ভারত দায়বদ্ধ।
এদিন রাজনাথ পাক সরকারকে একহাত নেন। রাজনাথের অভিযোগ, কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ পেশোয়ারে প্রকাশ্য টাকা তুলছে সংগঠনের তহবিলের জন্যে। শুধুমাত্র পেশোয়ারই নয়, জইশ-ই-মহম্মদ জঙ্গিরা সংগঠনের তহবিলের জন্যে প্রকাশ্যে টাকা তুলছে পাকিস্তানের অন্তর্গত পঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীর-সহ অন্যান্য এলাকাতেও। প্রসঙ্গত, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছে পাকিস্তানও।
এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের দেশগুলির সমৃদ্ধির লক্ষ্যে একত্রে কাজ করাটা জরুরি। সাংহাই কো-অপারেশন বা এসসিও-র অন্তর্গত দেশগুলির মধ্যে রয়েছে কাজাখস্তান, চিন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ভারত। এছাড়া পর্যবেক্ষক দেশ হিসেবে সাংহাই এসসিও বৈঠকে অংশ নিয়েছে বেলারুশ এবং ইরান। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান দু’দেশই ২০১৭ সাল থেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের স্থায়ী সদস্য।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অংশগ্রহণকারী অন্যতম দেশ চিনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু বলেছেন, চিন কৌশলগত প্রেক্ষিতে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে চায়। সূত্রের খবর, শি শাংফুর সঙ্গে পার্শ্ববৈঠক হয়েছে রাজনাথের। ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, চিনের সেনাবাহিনীর তরফে সেব্যাপারে জানানো হয়েছে, চিন ও ভারতের অনেকক্ষেত্রে যৌথ স্বার্থ রয়েছে। সেই কারণে দু’দেশের উচিত আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থা বজায়ে পরস্পরের হাতে হাত রেখে কাজ করা।
তবে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠক ঘিরে একটি বিষয় নিয়ে জোর চর্চা চলেছে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশ তাজিকিস্তান, ইরান, কাজাখস্তানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং করমর্দন করলেও চিনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লি শাংফুর সঙ্গে হাতে হাত মেলাননি রাজনাথ।
জেনারেল লি শাংফু বলেছেন, ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন স্থিতিশীল। দু’দেশই সীমান্ত সমস্যা মোকাবিলাতে সামরিক এবং কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনা চালাচ্ছে। আশা করা যায়, এতে সদর্থক ফল মিলবে। দু’দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কও গড়ে উঠবে।
❤ Support Us