Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৬, ২০২৩

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের ছাড়পত্র শ্রীলঙ্কার।নেট রানরেট নিয়ে কী প্রশ্ন আফগান কোচের ?

আরম্ভ ওয়েব ডেস্ক
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের ছাড়পত্র শ্রীলঙ্কার।নেট রানরেট নিয়ে কী প্রশ্ন আফগান কোচের ?

শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই করেও সুপার ফোরের ছাড়পত্র পেল না আফগানিস্তান। টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার ২ রানে। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের ছাড়পত্র শ্রীলঙ্কার। আর সুপার ফোরে উঠতে ব্যর্থ হওয়ার পর আফগান কোচের দাবি, নেট রানরেটের ব্যাপারে তাঁদের সঠিক তথ্য দেওয়া হয়নি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ আফগানিস্তানের কাছে ছিল মরণবাঁচনের। সুপার ফোরে যেতে গেলে শুধু জিতলেই হত না, নেট রানরেটেও টপকে যেতে হত আফগানিস্তানকে। জয়ের জন্য আফগানিস্তানের সামনে ২৯২ রানের টার্গেট রেখেছিল শ্রীলঙ্কা। সুপার ফোরের ছাড়পত্র পেতে গেলে ৩৭.১ ওভারে এই রান তুলতে হত আফগানিস্তানকে। দুরন্ত লড়াই করে লক্ষ্যে প্রায় পৌঁছে গিয়েছিল আফগানরা। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। ৩৭.‌৪ ওভারে ২৮৯ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৯১। ৮৪ বলে সর্বাধিক ৯২ রান করেন কুশল মেন্ডিস। পাথুম নিসঙ্কা ৪১, দিমুথ করুণারত্নে ৩২, চরিথ আসালঙ্কা ৩৬, ধনঞ্জয় ডি সিলভা ১৪, দাসুন শনাকা ৫, সাদিরা সমরবিক্রমা করেন ৩। দুনিথ ওয়েলালাগে ৩৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। ২৪ বলে ২৮ রানের মূল্যবান ইনিংস খেলেন মাহিশ থিকশানা। গুলাবদিন নাইব ৬০ রানে নেন ৪ উইকেট। রশিদ খান ৬৩ রানে নেন ২ উইকেট।

জবাবে খেলতে নেমে আফগানিস্তান ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল। ৩৭ ওভারে আফগানিস্তানের রান ছিল ২৮৯/‌৮। শ্রীলঙ্কার থেকে নেট রানরেট ভাল করতে হলে ১ বলে ৩ রান করতে হত। ধনঞ্জয় ডি সিলভার বোলিংয়ে মুজিব–উর–রহমান বড় শট নিতে গিয়ে লং অন বাউন্ডারিতে ক্যাচস দেন। নন–স্ট্রাইকার রশিদ খান হাঁটু গেড়ে বসেন। ভেবেছিলেন টুর্নামেন্টে আফগানিস্তানের যাত্রা শেষ। কিন্তু ব্যাপারটা এমন ছিল না।

পরে জানা যায় যে আফগানিস্তান ৩৭.‌২ ওভারে ২৯৩, ৩৭.৩ ওভারে ২৯৪, ৩৭.৫ ওভারে ২৯৫, ৩৮ ওভারে ২৯৬, কিংবা ৩৮.‌১ ওভারে ২৯৭ তুললে নেট রানরেটে শ্রীলঙ্কাকে টপকে যেত। কিন্তু ৩৭.৪ ওভারে ২৮৯ রানে অল আউট হয়ে যায়। প্রথম তিন ব্যাটার সুবিধা করতে না পারলেও রহমত শাহ ৪৫, অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ৫৯ ও মহম্মদ নবি ৩২ বলে ৬৫ রান করেন। নবি আফগানদের হয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করেন। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তাঁর ব্যাটিংয়েই জয়ের কিংবা সুপার ফোরে ওঠার আশা জেগেছিল। করিম জানাত ২২ ও নাজিবুল্লাহ জাদরান ২৩ রান করেন ঝোড়ো ইনিংস খেলে। রশিদ চারটি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৬ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। কাসুন রাজিথা ৭৯ রান দিয়ে চার উইকেট পান। দুনিথ ওয়েলালাগে ও ধনঞ্জয় ডি সিলভা ২টি করে উইকেট দখল করেন।

ম্যাচের পর ম্যাচের পর আফগানিস্তানের হেড কোচ জোনাথন ট্রট বলেন, ‘‌আমাদের নেট রানরেটের হিসাবগুলি জানানো হয়নি। আমাদের শুধু বলা হয়েছিল ৩৭.‌১ ওভারে জিততে হবে। কোন ওভারে আমরা ২৯৫ বা ২৯৭ তুললে সুপার ফোরে যেতে পারি, তা বলা হয়নি।’‌ তবে হারের জন্য নিজেদের ভুল তুলে ধরেছেন ট্রট। তাঁর কথায়, ‘‌আমি মনে করি না যে, একটা কারণে আমরা হেরেছি। বেশ কিছু জায়গায় আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের ভুলের মাশুল দিতে হয়েছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!