- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৩, ২০২৩
বড়দিন ও বর্ষবরণের আগে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে শীত উধাও
বড়দিন ও বর্ষবরণের আগে বাংলা থেকে শীত উধাও। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আলিপুর আবহাওয়া অফিস থেকে জানান হয়েছে। শনিবার তাপমাত্রা স্বাভাবিকের চাইতে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে।
দক্ষিণবঙ্গে শনিবার সকাল থেকেই তাপমাত্রা বেড়েছে। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামী দু-তিনদিনে বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তার পরের কয়েকদিন আবহাওয়া একই রকম থাকবে, তাপমাত্রার কোনও হেরফের হবে না। আপাতত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে।পূবালি হাওয়ার দাপট বাড়বে। কমবে উত্তর-পশ্চিম হাওয়ার দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে কোচবিহারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার আপাতত কোনও হেরফের হবে না। শনি এবং রবিবার সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। অন্যদিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের প্রভাব। তার ফলে সপ্তাহান্তে ফের আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
❤ Support Us