Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ৩, ২০২২

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণে

আরম্ভ ওয়েব ডেস্ক
পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণে

ফেব্রুয়ারির প্রথম  সপ্তাহেই শীত বিদায় নেব নেব করছে । বানছে উষ্ণতা । তার মধ্যেই বৃষ্টি ঝরার আগাম বার্তা দিয়েছে আবহাওয়া দফতর । সরস্বতী পুজোতে ভিজতে পারে কলকাতা এমনই সহ বেশ কয়েকটি জেলা । আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস । এমনকি কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে । শুক্রবারও সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে । হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে ।

আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। ভোরের দিকে কুয়াশার প্রভাবও ছিল বেশি । আর তার জেরেই ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরের চারটি বিমান ওড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!