Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ১৯, ২০২২

শহরে আবার বৃষ্টির ভ্রূকুটি, রবিবার থেকেই বদলে যাবে আবহাওয়া ।

আরম্ভ ওয়েব ডেস্ক
শহরে আবার বৃষ্টির ভ্রূকুটি, রবিবার থেকেই বদলে যাবে আবহাওয়া ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীত বিদায়ের শেষলগ্নে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তারপর থেকে বাড়বে তাপমাত্রা । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। ফলে কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন। রবি ও সোমবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বসন্ত সমাগমের আগে উত্তুরে হাওয়ার দাপট কমছে। পাশাপাশি, ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই রাজ্যে বৃষ্টি।
আজ আকাশ পরিষ্কার, ঝলমলে রৌদ্রজ্জ্বল দিন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!