Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ২৪, ২০২৪

ধেয়ে আসছে ‘রেমাল’, আজ থেকেই উত্তাল সাগর, সতর্ক বঙ্গীয় সমতট

আরম্ভ ওয়েব ডেস্ক
ধেয়ে আসছে ‘রেমাল’, আজ থেকেই উত্তাল সাগর, সতর্ক বঙ্গীয় সমতট

ক্রমশ এগিয়ে আসছে  ঘূর্ণিঝড় ‘রেমাল।’ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকালের মধ্যে  নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহবিদদের আপাত নজর সেইদিকেই।

হাওয়া অফিসের মতে,  পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত অঞ্চলটি ক্রমশ নিম্নচাপে পরিণত হয়ে গত ১২ ঘণ্টায় আরও উত্তর পূর্বে এগিয়েছে। নিম্নচাপের বর্তমান অবস্থান দঃ ২৪ পরগণার ক্যানিং থেকে ৮১০ কিলোমিটার ও বাংলাদেশের বরিশালের খেপুপাড়া থেকে ৮০০ কিলোমিটার দূরে, বঙ্গোপসাগরে।  বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম দেওয়া হবে ‘রেমাল,’ যার অর্থ ‘বালুকণা’। শনিবার সন্ধ্যায় এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রবিবার মাঝরাতে তা আছড়ে পড়বে স্থলভাগে।  শুক্রবার থেকেই উত্তাল হবে সাগর ।
এই ঘূর্ণাবর্তের অভিঘাতে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।  শুক্রবার থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে।বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পাশাপাশি  ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া নদীয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়া-তেও। শনিবার  শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া । রবিবার থেকে কলকাতা, হাওড়াতে কমলা সতর্কতা জারি করা হচ্ছে।এখানেও ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস আছে। সোম মঙ্গল নদীয়া জেলায় অতি বর্ষণের পূর্বাভাস আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার আভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ছাড় পাবেনা উত্তরবঙ্গও। রবিবাসরীয় বৃষ্টিতে ভিজবে দক্ষিণ দিনাজপুর, মালদা ও জলপাইগুড়ি। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!