Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১০, ২০২৫

রাজ্যে আজ থেকে শুরু মাধ্যমিক ও মাদ্রাসাবোর্ডের পরীক্ষা, একাধিক কড়া নিয়ম জারি পর্ষদের । ১৫ ফেব্রুয়ারি থেকে সিবিএসসি, আইসিএসসি দশম শ্রেণীর পরীক্ষা শুরু ১৮ থেকে

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে আজ থেকে শুরু মাধ্যমিক ও মাদ্রাসাবোর্ডের পরীক্ষা, একাধিক কড়া নিয়ম জারি পর্ষদের । ১৫ ফেব্রুয়ারি থেকে সিবিএসসি, আইসিএসসি দশম শ্রেণীর পরীক্ষা শুরু ১৮ থেকে

ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা, আজ থেকে শুরু মাধ্যমিক। অন্য বছরের মতো এবারও সুষ্ঠ ও স্বচ্ছভাবে পরীক্ষা নিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষাকেন্দ্রে ছাত্রছাত্রীদের প্রবেশ করানো হবে এবং ১১:১৫-র পরে প্রবেশ করা যাবে না। ১০:৪৫-এ প্রশ্নপত্র বিতরণ করা হবে। ১১টা থেকে উত্তর লেখা শুরু করতে হবে। তবে প্রথম ১২:১৫-এর আগে এবং ১টার পরে পরীক্ষার হল থেকে কেউ বের হতে পারবে না। লেখার জন্য তিন ঘণ্টা থাকবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজারের বেশি। ছেলেদের তুলনায় এবার মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ পুরুষ ও ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ মহিলা পরীক্ষার্থী রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৮১ জন ছাত্রছাত্রী শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছিলেন, যাদের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন ১৪১ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৮৩টি। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশ্ন ফাঁস ঠেকাতে একাধিক পদক্ষেপ। পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড, পেন ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না। যদি পেনের স্পাউচ, বোর্ড বা জলের বোতল নিয়ে যায়, তবে সেটা সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে। না-হলে প্রবেশের বাধা দেওয়া হবে। স্কুলের ৫০০ মিটারের মধ্যে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে ফটোকপির দোকান। এছাড়াও, প্রতিটি স্কুলে রয়েছে সিসিটিভি। কোনও অভিভাবক পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি পাবেন না। অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা হলে কড়া নজরদারির ব্যবস্থা, সতর্ক প্রশাসন। পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ মোবাইল ফোন। পর্ষদের তরফে সাফ নির্দেশ, কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। টোকাটুকি রুখতে টয়লেটে বিশেষ নজর রাখা হবে, কারণ সেখানে অনেকে স্মার্ট গ্যাজেট লুকিয়ে রাখে। সুষ্ঠভাবে পরীক্ষা করাতে মরিয়া বোর্ড । যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু রাজ্য প্রশাসন। এক দিকে পর্ষদ এবং কলকাতা পুলিশের তরফে তাদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। অন্য দিকে, পরীক্ষার্থীদের কথা ভেবে রাস্তায় নামানো হচ্ছে অতিরিক্ত সরকারি বাস। বাসগুলোতে পরীক্ষা স্পেশাল বোর্ড লাগানো থাকবে। তবে বাকি যাত্রীরাও উঠতে পারবেন এই বাসে। সকাল ৮ টা ৪৫ মিনিট থেকে স্পেশাল বাস চলবে, দুপুরে পরীক্ষা শেষের পর, ২ টো ১৫ মিনিট থেকে স্পেশাল বাস চলবে। বিভিন্ন রুট, যেমন দক্ষিণেশ্বর, এসপ্ল্যানেড, কুঁদঘাট, বেহালা, হাওড়া, গড়িয়া সহ একাধিক বাস চলবে। অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে তৈরি থাকছে হাসপাতালগুলিও। পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যা সচল থাকবে ২৪ ঘণ্টাই। সেন্ট্রাল কন্ট্রোল রুমে যে নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যাবে, সেগুলি হল– ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতার আঞ্চলিক অফিসে ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসে ০৩৪ ২২৬৬ ২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ বা ৮২৪০৭৫৬৩৭১ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা সংশ্লিষ্ট নম্বরগুলিতে যোগাযোগ করে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত সহযোগিতা পাবেন বলে জানিয়েছে পর্ষদ। অন্য দিকে, কলকাতা পুলিশের তরফেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পরীক্ষার্থীরা যে কোনোরকম সমস্যার সম্মুখীন হলে পুলিশের সাহায্য নিতে পারবে ৯৪৩২৬১০০৩৯ নম্বরের মাধ্যমে। পাশাপাশি মালদা জেলায় রয়েছে কড়া নজরদারি। সেখানে দু’জন করে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার থাকছেন। । সকালেই রাজ্যের সব মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, আজ থেকে শুরু হচ্ছে মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল। পরীক্ষা শুরু হবে ১০টা ৪৫ মিনিট থেকে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। এই বছর মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২০৬টি। মোট পরীক্ষার্থী ৬৫ হাজার ২ জন। আজ থেকে শুরু হতে চলা পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি ৷ হাই মাদ্রাসায় ৪৭ হাজার ৩৭৬ জন, আলিম পরীক্ষায় ১২ হাজার ৫০৩ এবং ফাজিল পরীক্ষায় ৫ হাজার ১২৫ জন পরীক্ষার্থী। পূর্ব বর্ধমান জেলায় এ বছরে মাধ্যমিকে ছাত্রের তুলনায় প্রায় ৫ হাজার বেশি ছাত্রী পরীক্ষা দেবে। মোট পরীক্ষার্থী ৪৫,৮৪৮ জন। ছাত্র ১৯,৪৪৮ জন ও ছাত্রী ২৬,৪০০ জন। গতবারের তুলনায় এবার ৪ হাজারের উপর পরীক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪১,৬০৬ জন। জেলাজুড়ে মোট পরীক্ষাকেন্দ্র থাকছে ১২৪টি। এর মধ্যে মূল কেন্দ্র ৫৫টি, উপকেন্দ্র ৬৯টি। ইতিমধ্যে পরীক্ষাকেন্দ্রগুলির পরিকাঠামো, প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখে গিয়েছেন রাজ্যের একটি বিশেষ পর্যবেক্ষক দল। একইসঙ্গে শুরু হচ্ছে হাইমাদ্রাসা, আলিম ও ফাজিলের পরীক্ষা। জেলার ৮টি কেন্দ্রে এই পরীক্ষাগুলি হবে। এখানেও ছাত্রের তুলনায় ছাত্রী বেশি। মোট পরীক্ষার্থী ২,১৫৮ জন। ছাত্রী ১,১০৫ ও ছাত্র ১,০৫৩ জন। মাদ্রাসা বোর্ডের পরীক্ষা চলাকালীন যদি কারও কাছে ইলেকট্রনিক গেজেট উদ্ধার হয়, তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ফলে সে আর কখনও পরীক্ষায় অংশ নিতে পারবে না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ৩টি করে সিসি ক্যামেরা থাকছে। এক মাস ফুটেজ সংরক্ষিত থাকবে। বর্ধমানের সদরঘাট ও গলসিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকছে। কালনার নদী তীরবর্তী এলাকাগুলিতে নৌকার ব্যবস্থা রাখা হয়েছে। আউশগ্রামের ২টি ব্লকের জঙ্গলাকীর্ণ এলাকায় বন দপ্তর টহল দেবে। শেষ পাওয়া খবর পর্যন্ত গোটা রাজ্যে নির্বিঘ্নেই চলছে মাধ্যমিক ও মাদ্রাসাবোর্ডের পরীক্ষা।

অন্যদিকে, ইতিমধ্যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-এর তরফে পরীক্ষার সময়সূচি প্রকাশিত করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাও শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে, আগামী ৪ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে বলে কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে। আইসিএসসি দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে শেষ হবে ২৭ মার্চ। আইসিএস মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ এপ্রিল। সব দিন পরীক্ষা শুরু হবে সকালে ১০টা ৩০ মিনিট থেকে। সিবিএসই- র তরফে জানানো হয়েছে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট বা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে তার প্রশ্ন, নম্বর এবং সময়ের উপর এই সময়সীমা নির্ভর করবে। ভারত এবং বিদেশের প্রায় ৮০০০ স্কুলের প্রায় ৪৪ লক্ষ পড়ুয়া এ বছর সিবিএসই- র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবে। দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি হবে এন্টারপ্রিনিওরশিপ পেপারের পরীক্ষা। আর শেষদিন অর্থাৎ ৪ এপ্রিল হবে সাইকোলজির পরীক্ষা। অন্যদিকে দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ইংরেজি; কমিউনিকেটিভ এবং ল্যাঙ্গুয়েজ ও লিটারেচার দিয়ে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। আর শেষদিন পরীক্ষা থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। কেন্দ্রীয় বোর্ডের কন্ট্রোলার স্যান্যাম ভরদ্বাজ বলেছেন, ‘দুটি বিষয়ের পরীক্ষার মধ্যে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। কমপক্ষে ৪০,০০০ সাবজেক্ট কম্বিনেশনকে মাথায় রেখে বোর্ড পরীক্ষায় রুটিন তৈরি করা হয়েছে, যাতে কোনও পড়ুয়ার নেওয়া দুটি বিষয়ের পরীক্ষা একইদিনে না পড়ে।’ প্রসঙ্গত, ২০২৫ সালের পর থেকে আইসিএসই পরীক্ষা কি থাকবে না ? এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এ বছরই কি পড়ুয়ারা শেষবার দশম শ্রেণীর পরীক্ষা দিতে চলেছে? এমনই ইঙ্গিত দিয়েছিলেন সিআইএসসিই বোর্ডের প্রধান সচিব জেরি অ্যারাথুন। খুব শীঘ্রই গুরুত্ব হারাতে চলেছে সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা। এপ্রসঙ্গে জেরি জানিয়েছেন, আপাতত কেন্দ্রের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে ২০২৫ সালের ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই) পরীক্ষার ভবিষ্যৎ। সেক্ষেত্রে দশম শ্রেণির পড়ুয়ারা কেবল বার্ষিক পরীক্ষা দিয়েই একাদশ শ্রেণিতে উঠতে পারবে। এরপর দ্বাদশ শ্রেণিতে প্রথম বোর্ড পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের।

অন্যদিকে পঞ্চায়েতের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা । বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রের দূরত্ব ৮–‌১০ কিলোমিটার। সরাসরি কোন যানবাহন নেই। পরীক্ষাকেন্দ্রে সময় মত পৌঁছানোর জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন পঞ্চায়েত প্রধান।পঞ্চায়েতের উদয়োগে ২ টি বাস ও ২০ টি ই–‌রিক্শর ব্যবস্থা করেন। বিনামূল্যে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাবে পরীক্ষার্থী সঙ্গে অভিভাবকদেরও। পঞ্চায়েতের এই উদ্যোগকে সহযোগিতা করছেন কিষান ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি । বিনামূল্যে বাস ও ই–‌রিক্শ পরিষেবা পেয়ে খুশি অভিভাবক ও পরীক্ষার্থীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!