- এই মুহূর্তে দে । শ
- মে ৭, ২০২৪
বুধবার ফল প্রকাশ উচ্চমাধ্যমিকের,পরের বছর সেমেস্টারে পরীক্ষা

আগামী ৮ মে বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক ২০২৪ পরীক্ষার ফল। দুপুর ১টায় সাংবাদিক সম্মেলনে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল সংসদ। দুপুর তিনটে থেকে অনলাইনে পরীক্ষার্থীরা জানতে পারবে তাদের ফল।
এই বছর ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি । মোট পরীক্ষার্থী ছিল ৭,৯০,০০০।ছাত্রদের তুলনায় ছাত্রীসংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৫৩ জন বেশি । পরীক্ষা কেন্দ্র ছিল ২৩৪১ টি। আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হবে স্কুলগুলিকে। ছাত্র ছাত্রীরা ওই দিন তা সংগ্রহ করতে পারবে নিজেদের স্কুল থেকে।
যে ওয়েবসাইটগুলিতে ফল দেখা যাবে সেগুলি হল,
http://wbresults.nic.in
www.results.shiksha
www.indiaresults.com
www.jagranjosh.com
www.technoindiagroup.com
https://www.fastresult.in
এছাড়াও বেশ কিছু সংবাদ মাধ্যমের ওয়েবসাইট থেকেও জানা যাবে ফল।
এছাড়াও মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ‘WBCHSE Results’ অ্যাপলিকেশন ডাউনলোড করলেও জানা যাবে ফলাফল। ওয়েবসাইটে ‘হোমপেজ’-এ দেওয়া ‘রেজাল্ট’-এর লিঙ্কে ক্লিক করার পর রোল নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলে রেজাল্ট দেখা যাবে।পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। আগামী বছর সেমেস্টার নিয়মে হবে পরীক্ষা। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমকে চারটি সেমিস্টারে ভাগ করা হচ্ছে।
❤ Support Us