- দে । শ
- মে ২, ২০২৪
শুক্রবার রেজাল্ট হাই মাদ্রাসা, আলিম-ফাজিলের। দুপুর আড়াইটে থেকে অনলাইনে ফল

২০২৪ মাধ্যমিক পরীক্ষার পরদিন অর্থাৎ আগামী ৩ মে শুক্রবার প্রকাশিত হতে চলেছে হাই মাদ্রাসা , আলিম, ফাজিল পরীক্ষার ফল। ওইদিন দুপুর দুটোয় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কার্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ভবনে প্রকাশিত হবে ফলাফল।ওয়েবসাইটে ফল জানা যাবে দুপুর ২:৩০ থেকে।স্কুলগুলির তরফে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে ওইদিন। মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করার কেন্দ্রগুলি হল-
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ অফিস (সংখ্যালঘু ভবন, ডিজি রোড, মালদা, বহরমপুর বিতরণ কেন্দ্র, নদিয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা, সামসিয়া হাই মাদ্রাসা( দার্জিলিং), কারিশাল এক্রামিয়া হাই মাদ্রাসা ( কোচবিহার) পরমহংসপুর বরকতিয়া হাই মাদ্রাসা( পূর্ব মেদিনীপুর) , এসএম আইআই মাদ্রাসা( পশ্চিম মেদিনীপুর) বর্ধমান হাই মাদ্রাসা, কেঁথারডাঙা হাই মাদ্রাসা( বাঁকুড়া) ও হামিদিয়া হাই মাদ্রাসা( বীরভূম) কেন্দ্র থেকে।
যেসব ওয়েবসাইট থেকে অনলাইনে রেজাল্ট জানা যাবে সেগুলি হল-
http://www.wbbme.org,
http://wbresults.nic.in,
http://www.exametc.com
অথবা
গুগল প্লে স্টোরে গিয়ে Exametc.com নামে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়েও জানা যাবে পরীক্ষার ফল ।
প্রসঙ্গত উল্লেখ্য, পরীক্ষার ৭৪ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে মাদ্রাসা পর্ষদ। এ বছর পরীক্ষার্থী সংখ্যা প্রায় ৬৫ হাজার। পরীক্ষা শুরু হয়েছিল ১ ফেব্রুয়ারি, শেষ হয়েছিল ১৭ ফেব্রুয়ারি। গত বছর পাশের হারে ছেলেরা এগিয়ে ছিল মেয়েদের থেকে। এই বছর কি তার ব্যতিক্রম হয় কিনা সেটাই দেখার।
❤ Support Us