- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১৫, ২০২৩
মমতা সরকারের কল্যাণমুখী বাজেটের অভিমুখ কর্মসংস্থান।তরুণ উদ্যোগপতিদের জন্য বরাদ্দ ৩৫০ কোটি। ২ লাখ নবীনকে ৫ লাখ পর্যন্ত ঋণ।

রাজ্য বিধানসভায় দুপুর দুটোয় মমতা সরকারের কর্মসংস্থানমুখী ও জন কল্যাণমুখী বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী। বাজেটে বিশেষ দৃষ্টিপাত তরুণদের কর্মসংস্থান এবং মহিলাদের আর্থিক সহায়তা। বাজেটে মোট ব্যয় বরাদ্দ ৩.৩৯ লাখ কোটি টাকা। প্রধান বৈশিষ্ট্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধি, তরুণ উদ্যোগপতিদের জন্য ৩৫০ কোটির তহবিল, ২ লক্ষ নবীন উদ্যোগপতিকে ৫ লাখ পর্যন্ত ঋণ, ২০২৫ সাল পর্যন্ত চা বাগানে আয়কর ছাড়, গ্রামীণ সড়ক নির্মাণে ৩০০০ কোটি টাকার নতুন প্রকল্প রাস্তাশ্রী, ডেউচা-পাঁচামিতে ৩৫০০০ কোটি লগ্নি, বানতলার চর্মশিল্পে দু লক্ষ নতুন কর্মসংস্থান ইত্যাদি। জিডিপি বেড়েছে, বলেছেন অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সবচেয়ে বড়ো কথা, নারী কল্যাণে যে সকল প্রকল্প জারি আছে তা শুধু অব্যাহত নয়, বাড়ল তার আয়তনও। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত হবেন ১.৮০ কোটি মহিলা ৬০ বছর অতিক্রম করলেই মহিলাদের বার্ধক্যভাতা প্রতি মাসে ১০০০ টাকা।
৩ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়ানোর প্রতিশ্রুতিতে ক্ষুব্ধ আন্দোলনকারী সরকারি কর্মীরা। তাঁদের বক্তব্য, ডিএ কোনো ভিক্ষা নয়, আমাদের ন্যায্য পাওনা। চাপের মুখে পড়ে সরকার ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা আন্দোলনের মঞ্চ থেকেই বলেছিলাম ভাতা বৃদ্ধি না হলে পঞ্চায়েত ভোটে অংশ নেব না। বকেয়া ভাতা না দিলে ১৭ ফেব্রুয়ারি থেকে আরো বড়ো আন্দোলন গড়ে তুলব। এখন যে অবস্থান বিক্ষোভ চলছে তা চলবে।
❤ Support Us