- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১, ২০২৩
শহরাঞ্চলে আবাস যোজনায় দেশে দ্বিতীয় স্থান পেল বাংলা

শহর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দ্বিতীয় স্থান অর্জন করল পশ্চিমবঙ্গ। স্বাভাবিক ভাবেই পঞ্চায়েত ভোটের আগে আবাস যোজনায় কেন্দ্রের স্বীকৃতি পাওয়া শাসকদলকে অনেকটাই স্বস্তি দিল। এবার কী কেন্দ্রের টাকায় রাজ্য কাজ করে না, টাকা চুরি করে বলে শুভেন্দু অধিকারীর অভিযোগ গুরুত্ব পাবে? কেননা শুভেন্দু অধিকারী যাঁকে রাজনৈতিক আদর্শ বলে মানেন সেই নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারই শহর এলাকায় আবাস যোজনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাটকে পুরস্কৃত করল। তবে এটাই প্রথম নয় এর আগেও ১০০ দিনের কাজে নরেন্দ্র মোদি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ধারাবাহিক ভাবে পুরস্কৃত করেছে।
শনিবার এই স্বীকৃতি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের পুর ও নগরোন্ননমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ”সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। ওঁর দেখানো পথে হেঁটেই এই সাফল্য এসেছে। স্বচ্ছতার সঙ্গে কাজ হয়েছে। সকলের জন্য বাড়ি প্রকল্পে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তাই দেশে মধ্যে দ্বিতীয় স্থানে আমরা।” শহরাঞ্চলে আবাস যোজনায় প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ।
এই প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ”কেন্দ্র স্রেফ সস্তা রাজনীতির জন্য গ্রামীণ এলাকায় এই প্রকল্পের টাকা আটকে রেখেছে। প্রায় এক বছর টাকা বন্ধ। কেন্দ্রের একাধিক টিম এসেও দুর্নীতির অভিযোগের কোনও প্রমাণ খুঁজে পায়নি। গ্রামীণ এলাকাতেও স্বচ্ছতার সঙ্গে আবাস যোজনার কাজ হচ্ছে।”
ফিরহাদ হাকিম বলেন, ”জনগণের টাকা আটকে যে পাপ নরেন্দ্র মোদি সরকার করছে তার জবাব জনগণ দেবেন। প্রথমে জবাব পাবে পঞ্চায়েত ভোটে তারপর জবাব পাবে লোকসভা ভোটে।”
❤ Support Us