Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৯, ২০২৪

স্নাতক স্তরে ভর্তির জন্য চালু হল ‘অভিন্ন পোর্টাল’, ২৪ জুন থেকে আবেদন গ্রহণ শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
স্নাতক স্তরে ভর্তির জন্য চালু হল ‘অভিন্ন পোর্টাল’, ২৪ জুন থেকে আবেদন গ্রহণ শুরু

কলেজ- বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য পশ্চিমবঙ্গে ‘অভিন্ন পোর্টাল’ চালু হল । শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম এমন পদক্ষেপ গ্রহণ করা হল । উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়ারা কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমে ডিগ্রি কোর্সে ভর্তির আবেদন করতে পারবে।শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বুধবার সাংবাদিক বৈঠক করে এ সংবাদ জানিয়েছেন ।ফলে তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থাকা,দালালের খপ্পরে পড়া কিংবা ইউনিয়নের দাদাগিরির দিন শেষ হল বলে ধরা যায়।

শিক্ষামন্ত্রীর দাবি, এই পোর্টালের ফলে ভর্তিতে দুর্নীতি যেমন থাকবেনা, তেমনই সিট ফাঁকা পড়ে থাকার বিষয়টিও দূর হবে । এই পোর্টালে মোট আসন সংখ্যা ৯ লক্ষ ৬৪ হাজার ৯২১। পোর্টালের অধীনস্থ কলেজের সংখ্যা ৪৬১। ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী ২৪ জুন থেকে পোর্টালে আবেদন শুরু হবে। প্রথম দফার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুলাই।

পোর্টালে ছাত্রছাত্রীরা নিজের পছন্দসই বিষয়ে বা বিভাগে পড়ার জন্য আবেদন করতে পারবে। সর্বোচ্চ ২৫ টি বিষয়ে তাঁরা আবেদন জানাতে পারবেন বলে জানা গেছে।পড়ুয়াদের একটি বিষয়ের জন্যই অর্থ জমা দিতে হবে। কোথাও আসন খালি থাকলে দ্বিতীয় মেধাতালিকাও প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রীর মতে, দীর্ঘদিন সরকারি ও সরকার পোষিত কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া নিয়ে যে দুর্নীতির অভিযোগ সামনে আসছিল , এবার তা দূর হতে চলেছে। শিক্ষা দফতর জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রীসভা গত বছর এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ফলে এ বছর থেকে অভিন্ন পোর্টাল চালু হতে আর কোনও বাধা রইল না।

ব্রাত্য বসু জানিয়েছেন, পোর্টালের দায়িত্বে থাকবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। পড়ুয়াদের ভর্তি সংক্রান্ত ফি সংসদের একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এক মাসের মধ্যে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর সংশ্লিষ্ট কলেজে সেই ‘ফি’র টাকা পাঠিয়ে দেবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!