Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • এপ্রিল ১১, ২০২২

৫ দিন যাবত রাজ্যে বসতে চলেছে শিল্প মেলার আসর ।

৭০০টি সংস্থা যোগ দিতে চলেছে এই উৎসবে। মেলায় হাজির থাকবেন ১২টি দেশের প্রতিনিধিরা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
৫ দিন যাবত রাজ্যে বসতে চলেছে শিল্প মেলার আসর ।

রাজ্যে এই প্রথম আয়োজন হতে চলেছে শিল্পমেলা। আন্তর্জাতিক মানের এই শিল্পমেলার আসর বসছে সায়েন্স সিটি প্রাঙ্গণে। আগামী ২০ এপ্রিল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের উদ্বোধনের দিনেই এই শিল্পমেলা উদ্বোধন হতে চলেছে। মোট ৫ দিন ধরে চলবে এই শিল্প মেলা। এই শিল্প মেলায় হাজির থাকবেন ১২টি দেশের প্রতিনিধিরা ।

কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে এই শিল্প মেলা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আগামী দিনে কর্মসংস্থান ও শিল্প গঠনই তাঁর প্রধান লক্ষ্য হতে চলেছে। তাই এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন নিয়ে আশাবাদী রাজ্য সরকার। তার মধ্যেই এই শিল্প মেলা থেকে মানুষের কাছে রাজ্যের শিল্পের অবস্থান নিয়ে বার্তা পৌঁছে দিতে চায় রাজ্য ।

কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পোদ্দার জানিয়েছেন, এই মেলায় মোট ৭০০টি সংস্থার স্টল থাকছে। মোট ১৫টি প্যাভিলিয়ন থাকছে। বৈদ্যুতিক গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, রাসায়নিক পণ্য, পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক, সোলার ও বৈদ্যুতিন যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াকরণ, অলঙ্কার, তথ্যপ্রযুক্তি-সহ বিভিন্ন শিল্প সংস্থা এখানে যোগ দেবে। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি একাধিক নামী বিদেশি সংস্থার প্রতিনিধিরাও এখানে যোগ দিতে চলেছেন।

আজ মিলন মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পর শুরু হয়ে যাবে মেলার প্যাভেলিয়ন তৈরির প্রস্তুতি। সায়েন্স সিটিতে প্রায় ৩.৭৫ লক্ষ বর্গফুট এলাকা নিয়ে বসছে আসর। দিল্লি, মুম্বই ও একাধিক অন্যান্য রাজ্যের শিল্প সংস্থা এখানে হাজির থাকবে। একাধিক সেমিনার চলবে। দেশ বিদেশের একাধিক নামী শিল্প কর্তারা এখানে হাজির থাকবেন। বাংলার নিজস্ব পণ্যকে এখানে তুলে ধরা হবে। শিল্প সম্মেলন উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে এখানে। শিল্প মেলার প্রথম দুই দিন বাদে সবাই প্রবেশ করতে পারবেন শিল্প মেলায়।


❤ Support Us
error: Content is protected !!