- এই মুহূর্তে দে । শ
- জুন ৬, ২০২৪
প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। মেধাতালিকার শীর্ষে বাঁকুড়ার কিংশুক। প্রথম দশে সংসদ ও কেন্দ্রীয় বোর্ডের চার ছাত্র, আইসিএসসির দুজন

লোকসভা ভোটের ফল প্রকাশ হওয়ার দুদিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। গত ২৮ এপ্রিল পরীক্ষা হয়েছিল।বুধবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল । তাদের ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটের সময় সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করলেন সভাপতি মলয়েন্দু সাহা । ফল ঘোষণার সাথে প্রকাশিত হল মেধাতালিকাও।ঘোষিত হল প্রথম দশ জনের নাম । আজ বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ককার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন বাঁকুড়ার কিংশুক পাত্র। দ্বিতীয় স্থানাধিকারি কল্যাণীর শুভদীপ পাল। নদীয়ার বিবস্বান বিশ্বাস তৃতীয় হয়েছেন । চতুর্থ শিলিগুড়ির ইরাদ্রি বসু খাউন্দ। পঞ্চম নরেন্দ্রপুরের ময়ুখ চৌধুরী। ষষ্ঠ হুগলির ঋতম বন্দ্যোপাধ্যায়। সপ্তম আলিপুরদুয়ারের অভীক দাস। অষ্টম স্থানাধিকারি কাঁকুড়গাছির অথর্ব সিঙ্ঘানিয়া।নবম হয়েছেন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সৌনক কর এবং দশম হয়েছেন বিডিএম ইন্টারন্যাশনালের বিজিত মৈইশ। প্রথম ১০-এর ৪ জন উত্তীর্ণ পরীক্ষার্থী সিবিএসই বোর্ডের। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে রয়েছেন ৪ জন পরীক্ষার্থী ।বাকি দুজন আইএসসি বোর্ডের ছাত্র-ছাত্রী।মোট পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন। ৭৯,০২৫ ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩৪,৪৬৭ । পাশ করেছেন ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭৮ হাজার ৬২১ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৪ হাজার ৩৪২ জন । এই পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার ও ফার্মাসি নিয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।
❤ Support Us