- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ৮, ২০২৩
৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন? আজই ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট হতে চলেছে। এমনই একটি সম্ভবনার কথা রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। আজই রাজ্য নির্বাচন কমিশন বিকেলে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে বলে খবর। এক দফায় এই পঞ্চায়েত নির্বাচন হতে পারে। তাহলে বলা যায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা কাটল।
গতকাল বুধবার রাজ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব নেন রাজীব কুমার। গতকাল রাজ্য সরকারের সঙ্গে রাজীব সিনহার সঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দফায় দফায় বৈঠক হয়। আজ বৃহস্পতিবারও বৈঠক চলছে রাজ্য নির্বাচন কমিশন দফতরে।
বিরোধীদের দাবি মতো কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন না করিয়ে রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত নির্বাচন করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।
❤ Support Us