শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
টানা তিনবার ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট পদে ছিলেন ব্রিজ ভূষণ শরণ সিং। নিয়ম অনুসারে তিনি আর প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না। তবে ভারতীয় কুস্তি সংস্থার রাশ নিজের হাতেই রাখতে চলেছেন ব্রিজ ভূষণ। আগামী ১২ আগস্ট ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন। আর সেই নির্বাচন ঘিরে নিজের মতোই ঘুঁটি সাজাচ্ছেন ব্রিজ ভূষণ। নিজের পছন্দের প্যানেল তৈরি করে ফেলেছেন। তাঁর সেই প্যানেলে রয়েছেন বাংলার অসিত সাহা। মঙ্গলবার নির্বাচনের রিটার্নিং অফিসার মনোনীত প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছেন। তালিকা অনুযায়ী সভাপতি পদে চারজন, মহাসচিব পদে তিনজন এবং কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দীর্ঘ টালবাহনার পর অবশেষে ১২ আগস্ট ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন হতে চলাছে। ৩১ জুলাই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সভাপতি পদ ছাড়া নির্বাচন হবে এক সিনিয়র সহ–সভাপতি, চার সহ–সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ, পাঁচ কার্যকরী কমিটি পদে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছেন ব্রিজ ভূষণ শরণ সিং। তিনি আগেই জানিয়েছিলেন নির্বাচনে তাঁর পরিবারের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
সোমবার মনোনয়ন জমা দেওয়ার আগে অনুগামীদের নিয়ে ৩০ জুলাই দিল্লির এক অভিজাত হোটেলে আলোচনায় বসেন ব্রিজ ভূষণ সিং। সেই বৈঠকে ২২টি রাজ্য সংস্থার প্রতিনিধিরা ছিলেন। সেখানের নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। কারা কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা চূড়ান্ত হয়। তারপরই সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে নির্বাচনের প্যানেল নিয়ে আলোচনা করেন ব্রিজ ভূষণ। এরপরই ভারতীয় অলিম্পিক সংস্থার অফিসে গিয়ে তাঁর অনুগামীরা মনোনয়ন জমা দেন।
মঙ্গলবার রিটার্নিং অফিসার মনোনীত প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করার পরে আসন্ন কুস্তি সংস্থার নির্বাচন সম্পর্কে একটি পরিষ্কার চিত্র উঠে এসেছে। মনোনীত প্রার্থীদের তালিকা:
সভাপতি (একজন) : সঞ্জয় কুমার সিং, জয় প্রকাশ, দুষ্যন্ত শর্মা, অনিতা শেওরান।
সিনিয়র সহ–সভাপতি (একজন): অসিত কুমার সাহা, আইডি নানাবতী, দেবেন্দর কাদিয়ান।
সহ–সভাপতি (চারজন): হামজা–বিন–ওমর, কর্তার সিং, এন ফোনি, অসিত কুমার সাহা, জয় প্রকাশ, ডক্টর মোহন যাদব।
মহা–সচিব (একজন): দর্শন লাল, জয় প্রকাশ, প্রেম চাঁদ লোচাব।
কোষাধ্যক্ষ (একজন): সত্য পাল সিং দেশওয়াল, দুষ্যন্ত শর্মা।
যুগ্ম সম্পাদক (দুজন): আর কে পুরুষোত্তম, রোহতাশ সিং, বি গুনারঞ্জন শেঠি, কুলদীপ সিং।
কার্যনির্বাহী সদস্য (পাঁচজন): এম লোগানাথন, নেভিকুলি খাতসি, রাকেশ সিং, উম্মেদ সিং, প্রশান্ত রাই, রজনীশ কুমার, শ্রীনিবাস জে, রাতুল সরমা, অজয় বৈদ্য, কুলদীপ সিং।
বুধবার মনোনয়নপত্র বাছাই করা হবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34