Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৭, ২০২৪

সরকারি স্কুলে আরো এক সপ্তাহ বাড়ল গরমের ছুটি

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি স্কুলে আরো এক সপ্তাহ বাড়ল গরমের ছুটি

গরমের ছুটি বাড়ল আরও এক সপ্তাহ। তবে শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য। শিক্ষকদের যেতে হবে এক সপ্তাহ আগের নির্ধারিত সময়েই।
মাত্রাতিরিক্ত গরমে গত ২২এপ্রিল থেকে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে গরমের ছুটি ঘোষণা হয়েছিল। ৩জুন থেকে আবার চালু হওয়ার কথা ছিল পঠনপাঠন। কিন্তু আগামী ৪জুন  লোকসভা ভোটের ফলাফল । ফলে স্কুল খুললেও আবার ছুটি দেওয়ার মত পরিস্থিতি হতে পারে। সেক্ষেত্রে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর।
ভোট চলাকালীন রাজ্যে এসেছেন বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। তাঁদের থাকার এবং ভোটের কাজে ব্যবহার করা হয়েছে অনেক স্কুল।  পাশাপাশি ঘূর্ণিঝড়ের জন্যেও অনেক বিদ্যালয় চ্ত্বরে গড়ছ তোলা হয়ছে অস্হায়ী অশ্রয় শিবির। পরিস্হিতি স্বাভাবিক হ‌ওয়ার পর সেগুলি আদৌ পথঠনপাঠনের জন্য কতটা তৈরি থাকবে সেই বিষয়টিও চিন্তা করছে স্কুল শিক্ষা দফতর। তাই স্কুলগুলি সাফ সুতরো করার জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে।    কিন্তু এত দীর্ঘ গ্রীষ্মাবকাশ নিয়ে চিন্তায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। সিলেবাস সময়মত কতটা শেষ করা যাবে, সে নিয়ে ভাবনায় তাঁরা এবং অভিভাবকেরা। স্কুল খুললে বাড়তি ক্লাস করানোর চিন্তা ভাবনা করছে স্কুল কর্তৃপক্ষ।  তবে ৫ জুন অনায়াসেই স্কুল খুলে দেওয়া যেত বলে মনে করছে শিক্ষা মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!