Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৭, ২০২৪

রাম নবমী উপলক্ষ্যে সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে সতর্ক রাজ্য প্রশাসন

আরম্ভ ওয়েব ডেস্ক
রাম নবমী উপলক্ষ্যে সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে সতর্ক রাজ্য প্রশাসন

আজ রাম নবমী। হিন্দু জাগরণ মঞ্চ রাজ্যের সব জেলায় ওয়ার্ড বা পঞ্চায়েত স্তরে প্রায় ৫ হাজার ধর্মীয় শোভাযাত্রা করবে বলে জানিয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত সংগঠনটি হাওড়া, বারাসত, শিলিগুড়ি এবং কলকাতার বড়বাজারে বড় শোভাযাত্রার পরিকল্পনা করেছে। রাম নবমী উদ্‌যাপনে কোনও রকম সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে রাজ্য জুড়ে বেশ কয়েকটি জায়গায় উচ্চ সতর্কতা নিয়েয়ে প্রশাসন।

গতবছর রাম নবমীর মিছিল নিয়ে হাওড়ায় তুমুল ঝামেলা হয়েছিল। রাজ্য সরকার চেয়েছিল, এবার যাতে আগের পথেই মিছিল না হয়। এই ব্যাপারে হাইকোর্টে আবেদন করে। রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল, রাম নবমীর মিছিলে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত বাহিনী তাদের কাছে নেই। রাজ্যের আবেদন কর্ণপাত না করে হাওড়ায় পুরনো রুটেই মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে।

হুগলি, হাওড়া, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আসানসোল এবং ব্যারাকপুরে রাম নবমী উদ্‌যাপনের সময় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা জেলা প্রশাসনের। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আইনশৃঙ্খলা লঙ্ঘন করলে তাঁকে কঠোর শাস্তি পেতে হবে। উৎসব উপলক্ষে মিছিলের সময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না। কিছু ঐতিহ্যবাহী দল ও আখড়াকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। তবে তাদের মিছিলের ভিডিও রেকর্ডিং করা হবে। রাম নবমী উপলক্ষে বিগত কয়েক বছর ধরে রাজনৈতিক যুদ্ধ তৈরি হয়েছিল। এমনকি, সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত হয়েছিল। গত বছর ৩০ মার্চ হাওড়ায় সংঘর্ষ শুরু হয়েছিল এবং পরে তা উত্তর দিনাজপুর এবং হুগলিতে ছড়িয়ে পড়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!