- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৭, ২০২৪
সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্টে বিচলিত সুপ্রিম কোর্ট

আজ সুপ্রিম কোর্টের আর জি কর কাণ্ড মামলার শুনানি ছিল। দেশের শীর্ষ আদালত সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, ‘সিবিআই রিপোর্টে যা লিখেছে, তা খুবই উদ্বেগের। এরকম কিছু যে ঘটেছে, তা জানতে পেরে আমরা খুবই উদ্বিগ্ন৷’ প্রধান বিচারপতি আরও বলেন, ‘তদন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করেই দ্রুত নির্দেশ দেব আমরা৷’
নির্যাতিতার নাম প্রকাশের প্রসঙ্গও উঠে আসে সুপ্রিম শুনানিতে। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যাতে উইকিপিডিয়া আরজি কর কাণ্ডের নির্যাতিতার নাম মুছে দেয় তাদের পেজ থেকে। এর আগেও আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম ছবি প্রকাশ করা নিয়ে সমালোচনা করেছিল দেশের শীর্ষ আদালত।
শুনানির সময় জুনিয়র ডাক্তারদের আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেন, ভুল তথ্য দিচ্ছে রাজ্য সরকার। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকলেও সিনিয়র ডাক্তাররা কিন্তু ওভারটাইম করে কাজ করছে। এবং যে অভিযোগ রাজ্য সরকারের কাছ থেকে করা হচ্ছে সেটা একেবারেই ঠিক নয়। ডাক্তারদের কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী। এরপরই কড়া বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, ডাক্তারদের কালিমালিপ্ত করা বন্ধ করা উচিত।
❤ Support Us