Advertisement
  • টে | ক | স | ই
  • এপ্রিল ৭, ২০২২

গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচাবে কোন রঙের ছাতা?

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচাবে কোন রঙের ছাতা?

এপ্রিলের প্রথম সপ্তাহে সূর্য জ্বলছে আপন তেজে। প্রখর দাবদাহ থেকে বাঁচতে ছাতাটা সহ্গে নিতে ভুল হয় না কারেরা। ছাতা শরীরকে রোদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে। কারণ রোদ থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয় ত্বক।যেকোনো রঙের ছাতা নিলেই যে গ্রীষ্মের দিনে রোদ আটকাতে পারবনে, এমনটা কিন্তু নয়। ছাতার রঙের উপর অনেকটাই নির্ভর করছে, রোদ থেকে কতটা আড়ালে থাকবে ত্বক।

গরমকালে হালকা রঙের ছাতা ব্যবহার করলে তেমন একটা লাভ হয় না, এতে গায়ে রোদ বেশি লাগে । যত বেশি হালকা হবে রং, ততই বেশি গায়ে লাগবে রোদ। কড়া রোদ থেকে নিজেকে আড়াল করতে হলে চাই গাঢ় রঙের ছাতা। সবচেয়ে ভালো হয় এ সময়ে কালো রঙের ছাতা ব্যবহার করলে। এই রঙের ছাতা সূর্যের তাপ দূরে রাখতে সক্ষম। ক্ষতিকর সব রশ্মি আটকে দিতে পারে কালো ছাতা। হাতের কাছে যদি কালো ছাতা না পান, তা হলে অন্তত নীল বা বাদামি রঙের ছাতা ব্যবহার করুন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!