Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুন ৩০, ২০২২

করোনার দৈনিক সংক্রমণ পার করল ১৮ হাজারের গন্ডি, বাড়ল মৃত্যুও

আরম্ভ ওয়েব ডেস্ক
করোনার দৈনিক সংক্রমণ পার করল ১৮ হাজারের গন্ডি, বাড়ল মৃত্যুও

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কিন্তু, শুধুমাত্র রাজ্য নয়, বিশ্বের কোভিড পরিস্থিতিও চিন্তা বাড়াচ্ছে। এবার করোনা মহামারী নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করলেন হু প্রধান । টেড্রোস আধানম ঘেব্রিয়াসবলেছেন, করোনা মহামারীর রূপ বদলালেও তা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্বের ১১০টি দেশে বাড়ছে করোনা সংক্রমণ।করোনা পরীক্ষা এবং জিনোম সিকোয়েন্সিং কমে যাওয়ায় করোনা সংক্রমণ চিহ্নিত করার ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। একই সঙ্গে নতুন কোনও ভ্যারিয়্যান্ট আসছে কিনা সেই বিষয়টিও এখনও পরিস্কার বোঝা যাচ্ছে না। তাঁর কথায়, ‘BA.4 এবং BA.5 এই দুটি ভ্যারিয়্যান্টের জন্য ১১০টি দেশে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। সম্প্রতি বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছে ২০ শতাংশ এবং হু-এর অধীনস্থ ৬টি অঞ্চলের মধ্যে ৩টিতেই মৃত্যুর হার বেড়েছে। হু প্রধান বলেছেন, প্রতিটি দেশকে তাঁদের মোট জনসংখ্যার কমপক্ষে ৭০ শতাংশকে টিকা দিতে হবে। কয়েকশো কোটি মানুষ যাঁদের মধ্যে দশ মিলিয়ন স্বাস্থ্যকর্মী রয়েছেন তাঁরাও টিকা পাননি। এখনও পর্যন্ত ৫৮টি দেশ ৭০ শতাংশ জনগনকে টিকা দিতে সক্ষম হয়েছে।

কোভিড নিয়ে সচেতন করছেন চিকিৎসকেরা। সংক্রমণের বাড়বাড়ন্ত এরাজ্যেও। দৈনিক সংক্রমণ ২০ হাজারের পথে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন । একদিনে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫,২৫,১১৬। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লাখ ০৪ হাজার ৫৫৫ । দৈনিক পজিটিভিটি রেট পৌঁছেছে ৪.১৬ শতাংশে। নতুন করে মৃত্যুর সংখ্যা নিত্যদিন বৃদ্ধি পাচ্ছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা।

বুধবার দেশে নতুন করে কোভিডে সংক্রামিত হয়েছেন ১৪ হাজার ৫০৬ জন। এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ৩০ জনের। গতকাল সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৯৯ হাজার ৬০২। দেশের কোভিড পজিটিভিটি রেট ৩.৩৫ শতাংশ। মহারাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮২ জন। শুধুমাত্র মুম্বইয়েই কোভিডে আক্রান্ত হয়েছেন ১২৮০।

এই পরিস্থিতিতে শিশুদের মধ্যে টিকাকরণের হার বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন বিশেষজ্ঞরা। চিকিৎসক রাহুল নাগপালের মতে, শিশুদের মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে বয়স্ক ও অসুস্থদের নিয়ে সমস্যা বাড়তে পারে। তাই ওদেরও টিকা দেওয়া প্রয়োজন। তবে সাত অনূর্ধ্ব শিশুদের টিকা দেওয়া নিয়ে এখনই তাড়াহুড়োর প্রয়োজন নেই।শুধু দেশ নয়, সংক্রমণের বিপজ্জনক পরিস্থিতি এরাজ্যেও। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৪ জন। এই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে দুই জনের। মার্চ মাসের পর থেকেই রাজ্যে কমতে শুরু করেছিল করোনা সংক্রমণ। কিন্তু, আবার কোভিড চোখ রাঙাচ্ছে। রাজ্যে বর্তমানে কোভিড পজিটিভিটির হার ১২.৭৪ শতাংশ। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৮৯ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, আক্রান্তের সংখ্যা ৩৮৮ জন। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনাতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ জন, হাওড়াতে ৭৭ জন এবং হুগলিতে ৬৮ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড টেস্ট হয়েছে ১১ হাজার ১৭৬।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!