Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১১, ২০২৩

গাজায় প্রতি ১০ মিনিটে ১ জন শিশু নিহত হচ্ছে, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আরম্ভ ওয়েব ডেস্ক
গাজায় প্রতি ১০ মিনিটে ১ জন শিশু নিহত হচ্ছে, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গাজা উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে একটি শিশু নিহত হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করে এই মন্তব্য করেছেন, তিনি বলেছেন, “কোথাও কেউ নিরাপদ নয়।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল বলেছেন, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে অর্ধেক এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দুই-তৃতীয়াংশ কাজ করছে না। আর যে সমস্ত হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র কাজ করছে তারা তাদের সাধ্যের বাইরে গিয়ে কাজ করছে। স্বাস্থ্য ব্যবস্থা কর্মক্ষমতা হারিয়েছে।
তিনি ১৫ সদস্যের কাউন্সিলকে বলেছেন, হাসপাতালের বারান্দায় এখন অসুস্থ, আহত,মৃতেরা একসাথে ঠাসাঠাসি করে রয়েছে। মর্গ উপচে পড়ছে। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।
ইসরায়েল ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নিরলস আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই অভিযানের ফলে ৪ হাজার ৫০৬ জন শিশু, ৩ হাজার ২৭ জন মহিলা, ৬৭৮ জন বৃদ্ধ সহ ১১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং এই হামলায় ২৭ হাজার ৪৯০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
ইসরায়েল বাহিনী ২.৩ মিলিয়ন মানুষের আবাসস্থল ছিটমহলে আবরোধ জারি করেছে, তার ফলে এখানে অত্যাবশ্যক চিকিৎসা সরবরাহ, পানীয়জল, খাদ্য প্রবেশও ইসরায়েলি সেনারা বন্ধ করে রেখেছে। গাজায় প্রতি ১০ মিমিটে একজন শিশুকে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন টেড্রোস। টেড্রোস বলেন, গত ৭ অক্টোবর থেকে গাজায় ২৫০টিরও বেশি আক্রমণ হয়েছে, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাচাই করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র গাজার হাসপাতালে জ্বালানী দেওয়ার চেষ্টা করেছে। জাতিসংঘে উপ-যুক্তরাষ্ট্র দূত রবার্ট উড বলেছেন, আন্তর্জাতিক আইনের অধীনে অসামরিক ও মানবিক সুযোগ-সুবিধাকে অবশ্যই সম্মান দিতে ও সুরক্ষিত করতে হবে৷
নিরাপত্তা পরিষদ গাজায় নিহত অসামরিক নাগরিকদের স্মরণে বৈঠকের শুরুতে এক মিনিট নীরবতা পালন করেছেন উঠে দাঁড়িয়ে, এখানে জাতিসংঘের ফিলিস্তিনি শরনার্থী সংস্থার সঙ্গে কাজ করা ১০০ জনেরও বেশি মানুষ ছিলেন।
টেড্রোস ইথিওপিয়ার প্রলম্বিত যুদ্ধের কথা স্মরণ করে বলেন যে তিনি বুঝতে পারছেন গাজায় বাচ্চারা কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাতাসে গুলির শব্দের পর ধোঁয়ার গন্ধ, রাতের আকাশে ট্রেসার বুলেট, ভয়,যন্ত্রণা,ক্ষয় এসব সারা জীবন আমার সঙ্গী হয়ে থেকে গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!