- এই মুহূর্তে
- জুন ১৭, ২০২২
রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী কে? চমক!
ফারুকের উপর সুনজর মমতার

বিরোধীরা সর্বসম্মত প্রার্থী দিতে চাইছেন। তাঁদের নজর শেখ আব্দুল্লাহ আর গোপালকৃষ্ণ গান্ধীর ওপর। বাংলায় মুখ্যমন্ত্রী ফারুকের ব্যাপারে বেশি আগ্রহী। কংগ্রেস না বলবে না। অগত্যা গোলাম নবি আজাদ কিংবা নাজমা হেপতুল্লাহকে বিজেপি প্রার্থী করে বসে, ভারি হবে ফারুকের পাল্লা। গেরুয়া শিবির চুপচাপ। গুটি সাজাচ্ছে। বিরোধীরা যাতে প্রার্থী খাড়া না করেন, তার চেষ্টা চালাচ্ছে। গেরুয়া শিবির। দ্বিতীয়ত, বিরোধী ঐক্যে ফাটল ধরিয়ে অনুমেয় প্রার্থীর বাইরে এমন কাউকে বেছে নেবে, যেখানে চমক থাকবে, লাঠিও ভাঙবে না। জল্পনায় ভেসে উঠছেন জনপ্রিয় মূদুভাষীণী সুমিত্রা মহাজন। আবার, এও হতে পারে, রামনাথ কোবিন্দকে আবার বেছে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বস্ত, নিরাপদ ব্যক্তি।
❤ Support Us