শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
আইপিএলের প্রথম দুই ম্যাচে থাকছেন না সাকিব আল হাসান ও লিটন দাস। ৮ এপ্রিলের আগে ভারতে আসার অনুমতি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এবছর আইপিএলে মাঠে নামার আগে একের পর এক দুঃসংবাদ কলকাতা নাইট রাইডার্সের কাছে। চোটের জন্য অধিনায়ক শ্রেয়স আয়ার আইপিএলের প্রথমার্ধে অনিশ্চিত। প্রথম কয়েকটা ম্যাচে সাকিব আল হাসান ও লিটন দাসকেও পাবে না নাইট রাইডার্স।
আইপিএলের জন্য ২১ মার্চ থেকে প্রস্তুতি শুরু করবে নাইট রাইডার্স। সাকিব আল হাসান ও লিটন দাস প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারবেন না। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথমে ৩ ম্যাচের একদিনের সিরিজ। তারপর ৩ ম্যাচের টি ২০ সিরিজ। তারপর একটা টেস্ট ম্যাচও খেবে। ১৮ মার্চ থেকে একদিনের সিরিজ শুরু। টেস্ট ম্যাচ হবে ৪ থেকে ৮ এপ্রিল। সূত্রের খবর, সাকিব আল হাসান ও লিটন দাসকে ৮ এপ্রিলের আগে ভারতে আসার অনুমতি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে আইপিএলের প্রথম দুটি ম্যাচে মাঠে নামা সম্ভব হবে না।
শোনা যাচ্ছিল শ্রেয়সের পরিবর্তে প্রথম দিকে সাকিবের হাতেই নেতৃত্ব তুলে দিতে পারে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ৮ এপ্রিলের আগে সাকিবকে না ছাড়ে তাহলে নেতৃত্ব নিয়ে আবার নতুন ভাবে ভাবতে হবে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে। যদিও নাইট রাইডার্সের হাতে একাধিক অপশন রয়েছে। নিউজিল্যান্ডের টিম সাউদি, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলরা রয়েছেন। প্রত্যেকের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া সুনীল নারাইন, নীতিশ রানাও রয়েছেন। তবে সাকিব আল হাসানের হাতে নেতৃত্ব তুলে দিতে পারলে লাভবান হত নাইট রাইডার্স। নিজে দারুন ছন্দে রয়েছেন। পাশাপাশি দুর্দান্ত নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ জিতিয়েছেন সাকিব।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34