- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৩, ২০২৪
টি২০–তে ৩ হাজারের মাইলস্টোনে ওয়ার্নার, হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দুটি টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আগেই সিরিজ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। পার্থে হোয়াইটওয়াশ লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল অসিরা। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হল না। তৃতীয় টি২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৭ রানে হারিয়ে মান বাঁচাল ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দেয় আন্দ্রে রাসেল ও শেরফেন রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিং।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একসময় ৭৯ রানে ৫ উইকেট হারায়। শুরুতে ক্যারিবিয়ান ইনিংসে ধস নামান জাভিয়ের বার্টলেট। জনসন চার্লস (৭), কাইল মেয়ার্স (১১), নিকোলাস পুরানরা (১) রান পাননি। রস্টন চেজ (৩৭) ও অধিনায়ক রভম্যান পাওয়েল (২১)। কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। এরপর ঝন তোলেন রাসেল ও রাদারফোর্ড। ষষ্ঠ উইকেটে মাত্র ৬৭ বলে ১৩৯ রানের জুটি গড়ে তোলেন দুজনে। আন্তর্জাতিক টি২০ ম্যাচে ষষ্ঠ উইকেটের জুটিতে বিশ্ব রেকর্ড। ৪টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৭১ রান করে আউট হন রাসেল। ৫টি করে চার ও ছক্কার সাহায্যে ৪০ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন রাদারফোর্ড। রাসেল–রাদারফোর্ডের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
জয়ের জন্য ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভাল শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৬.২ ওভারে ওপেনিং জুটিতে ওঠে ৬৮ রান। ১৭ রান করে আউট হন মিচেল মার্শ। এরপর ডেভিড ওয়ার্নার ও অ্যারন হার্ডি দলকে টানছিলেন। হার্ডিকে (১৬) ফেরান রোমারিও শেফার্ড। একই ওভারে ওয়ার্নার (৪৯ বলে ৮১) ও জশ ইংলিসকে (১) তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন রস্টন চেজ। গ্লেন ম্যাক্সওয়েলও (১২) বড় রান পাননি। শেষ দিকে ঝড় তুলে ১৯ বলে ৪১ রান করেন টিম ডেভিড। রস্টন চেস ও রোমারিও শেফার্ডের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া ১৮৩/৫ রানে থেমে যায়। ২–১ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এদিন ৩ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন ওয়ার্নার।
❤ Support Us