Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৩, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুবিধাজনক জায়গায় বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুবিধাজনক জায়গায় বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ কি পাবে বাংলাদেশ?‌ সিরিজের দ্বিতীয় টেস্ট যেদিকে এগোচ্ছে, সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই বাংলাদেশকে বিশ্বাস নেই। জেতা ম্যাচ হাতছাড়া করার ব্যাপারে দারুণ সিদ্ধহস্ত। সুবিধাজনক জায়গায় থেকেও অতীতে বহু ম্যাচ বিপক্ষকে উপহার দিয়েছে।
জামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সর্বোচ্চ রান করেছিলেন সাদমান ইসলাম (‌৬৪)‌। জবাবে নাহিদ রানার দুরন্ত বোলিংয়ে ১৪৬ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবায়ানদের শুরুটা অবশ্য খারাপ হয়নি। একসময় ৯৯ রানে ৩ উইকেট ছিল। সেখান থেকেই ধস নামে। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিনদের বোলিংয়ে সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ান মিডল অর্ডার। সর্বোচ্চ রান করেন কেসি কার্টি (‌৪০)‌। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট করেন ৩৯, মিকেল লুইস ১২। বাকিরা কেউ দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ৬১ রানে ৫ উইকেট নেন নাহিদরানা। ১৯ রানে ২ উইকেট হাসান মাহমুদের।
শুধু বোলিংয়েই নয়, ব্যাটিংয়েও তৃতীয় দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের। প্রথম ইনিংসে ১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খুব একটা খারাপ ব্যাটিং করেনি বাংলাদেশ। যদিও শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই ফিরে যান মাহমুদুল হাসান জয় (‌০)‌। প্রাথমিক ধাক্কা সামনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান সাদমান ইসলাম (‌৪৬)‌, সাহাদাত হোসেন (‌২৮)‌, মেহেদি হাসান মিরাজ (‌৪২)‌ ও লিটন দাসরা (‌২৫)‌। তৃতীয় দিনের শেষে বাংলাদেশ তুলেছে ১৯৩/‌৫। দুই নিংস মিলিয়ে ২২১ রানে এগিয়ে রয়েছে। ক্রিজে রয়েছেন জাকের আলি (‌২৯)‌ ও তাইজুল ইসলাম (‌৯)‌।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!