Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৪, ২০২২

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ প্রয়াত

১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট এবং ৯২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মার্শ । শুধু উইকেটরক্ষক হিসাবে নয়, ব্যাটার হিসাবেও অনবদ্য রেকর্ড রয়েছে তাঁর ।

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ প্রয়াত

কিংবদন্তি অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক রডনি মার্শ প্রয়াত । বয়স হয়েছিল ৭৪ বছর। ২৪ ফেব্রুয়ারি নিজের কুইন্সল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন মার্শ। তারপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার অ্যাডিলেডের সেই হাসপাতালেই মারা গেলেন মার্শ। ১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট এবং ৯২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মার্শ । শুধু উইকেটরক্ষক হিসাবে নয়, ব্যাটার হিসাবেও অনবদ্য রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। সব মিলিয়ে ৩টি টেস্ট শতরান রয়েছে তাঁর। ২৬.৫১ গড়ে ৩ হাজার ৬৩৩ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ২০.০৮ গড়ে ১ হাজার ২২৫ রান রয়েছে মার্শের। প্রথম অজি উইকেটকিপার হিসাবে সেঞ্চুরি করেছেন তিনি।

মাঠ থেকে অবসরের পরে মার্শ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে খেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। নির্বাচকদের চেয়ারম্যান হওয়ার আগে রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গার সহ ডজন ডজন টেস্ট খেলোয়াড়কে তুলে এনেছিলেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দুবাইয়ের ক্রিকেট অ্যাকাডেমিরও প্রধান ছিলেন মার্শ। নিয়মিত ক্রিকেট ধারাভাষ্যও করতেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান হন মার্শ।

তাঁর যাবতীয় কর্মকাণ্ডের অবসান ঘটল বৃহস্পতিবার। মার্শের প্রয়াণে শোকগ্রস্ত ক্রিকেটমহল। ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে শোকবার্তায় জানিয়েছে, ‘আমরা মার্শের প্রয়াণে শোকগ্রস্ত। অজি ক্রিকেটে ওঁর অবদান ভোলার নয়। ওঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল । ‘


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!