Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২২, ২০২৩

‌লাল কার্ড দেখেও অনুতপ্ত নন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক

আরম্ভ ওয়েব ডেস্ক
‌লাল কার্ড দেখেও অনুতপ্ত নন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক

সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়ে প্রথমার্ধের অন্তিম লগ্নে, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাককে। নিজের কৃতকর্মের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন তিনি। ভবিষ্যতে এই রকম পরিস্থিতি তৈরি হলে একই ঘটনার পুনরাবৃত্তি করবেন বলে জানিয়েছেন স্টিম্যাক।

বুধবার ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে পাকিস্তানের এক ফুটবলার টাচ লাইনে থ্রো–ইন করার সময় তাঁকে বাধা দেন ইগর স্টিম্যাক। তিনি পাকিস্তানের ওই ফুটবলারের হাত থেকে বল কেড়ে নেন এবং ছুঁড়ে ফেলে দেন। এই ঘটনার পর দুই দলের ফুটবলাররা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরপর রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেন ইগর স্টিম্যাককে। পাকিস্তানের এক ফুটবলার ও কোচকে হলুদ কার্ড দেখান। ভারতীয় দলের এক ফুটবলারকেও হলুদ কার্ড দেখান রেফারি।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ইগর স্টিম্যাক বলেছেন, ‘‌ফুটবল আবেগের বিষয়। আমার ওই কাজের জন্য অনেকে আমাকে ঘৃণা করতে পারে অথবা ভালবাসতেও পারে। আমি একজন যোদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে মাঠে আমার ফুটবলারদের রক্ষা করা আমার কর্তব্য। যদি এই ধরনের ঘটনা আবার ঘটে আমি আবার একই কাজ করব।’‌ তবে ভারতীয় দলের সহকারী কোচ মহেশ গাউলি বলেছেন, ‘‌ওটা অপরাধ ছিল এবং অবশ্যই কার্ড প্রাপ্য। তবে হ্যাঁ যদি মনে করি, লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত একটু বেশি কঠোর হয়ে গেছে।’‌

যদিও ইগর স্টিম্যাকের লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা ম্যাচে কোনও প্রভাব ফেলেনি। পাকিস্তানকে ৪–০ ব্যবধানে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপ দারুণভাবে শুরু করেছে ভারত। হ্যাটট্রিক করেন সুনীল ছেত্রি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!