- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৬, ২০২৩
শিশু সুরক্ষা আইনের অপব্যবহারের অভিযোগ, আইন পরিবর্তনে বাধ্য করবেন সরকারকে। হুমকি ব্রিজ ভূষণের

তাঁর বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের অপব্যবহার করা হয়েছে। এমনই দাবি করেছেন ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং। সরকারকে এই আইন পরিবর্তন করতে বাধ্য করবেন বলেও জানিয়েছেন তিনি। দিল্লি পুলিশ নাবালিকাসহ বেশ কয়েকজন মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্তার অভিযোগে তাঁর বিরুদ্ধে “পসকো” (POCSO) আইন এবং অন্যান্য আইনের অধীনে মামলা দায়ের করার পর এমন মন্তব্য করেছেন ব্রিজ ভূষণ শরণ সিং।
তাঁর অভিযোগ শিশু সুরক্ষা আইনের ব্যাপক অপব্যবহার করা হচ্ছে। এমনকি কর্তারাও এর অপব্যবহার করে চলেছেন। উত্তর প্রদেশের অযোধ্যার রাম কথা পার্কে জনচেতনা মহা সমাবেশের আগে সংবাদ মাধ্যমকে ব্রিজ ভূষণ শরণ সিং বলেন, “আমরা সরকারকে পকসো আইন পরিবর্তন করতে বাধ্য করব। বিভিন্ন দিক পরীক্ষা না করেই কংগ্রেস সরকার এই আইনটি পাস করেছিল।”
এক নাবালিকাসহ অন্যান্য মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগ তুলে ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেপ্তারের দাবিতে ভিনেশ ফোগাট,বজরং পুনিয়া, সাক্ষী মালিকসহ দেশের শীর্ষ কুস্তিগীররা ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন। কুস্তিগীরদের অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভারতীয় কুস্তি সংস্থার সমস্ত কার্যকলাপ বাতিল করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ব্রিজ ভূষণ শরণ সিং কদিন আগেই হিন্দু মহাকাব্য রামায়ণের চরিত্র মন্থরার সাথে ভিনেশ ফোগাটের তুলনা করে নতুন করে বিতর্ক বাড়িয়েছেন।
❤ Support Us