Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১, ২০২২

বাড়ল না টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নের পুরস্কার মূল্য, কে কত পাবেন দেখে নিন

এবারের বিশ্বকাপে যে ৮টি দল সরাসরি সুপার ১২–তে খেলবে, তারা হল অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।এই ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
বাড়ল না টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নের পুরস্কার মূল্য, কে কত পাবেন দেখে নিন

টি২০ বিশ্বকাপের আর্থিক পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি। এবারের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ১৬ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা। আর রানার্স দল পাবে ৮ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা। ২০২১ টি২০ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন ও রানার্স দলকে একই পরিমান অর্থ দেওয়া হয়েছিল।
এবারের বিশ্বকাপে মোট আর্থিক পুরস্কার থাকছে ৫৬ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪৫ কোটি টাকা। এবছর নিজেদের দেশে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। গতবছর ইংল্যান্ডকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল।

শুধু চ্যাম্পিয়ন কিংবা রানার্স দলই আর্থিক পুরস্কার পাবে না। সেমিফাইনালে হেরে যাওয়া দলকেও আকর্ষনীয় আর্থিক পুরস্কার দেবে আইসিসি। সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ৪ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি সাড়ে ২৫ লক্ষ টাকা। সুপার ১২–তে ওঠা বাকি ৮টি দলকে দেওয়া হবে ৭০ হাজার মার্কিন ডলার করে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ লক্ষ টাকা।

এবারের বিশ্বকাপে যে ৮টি দল সরাসরি সুপার ১২–তে খেলবে, তারা হল অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ। ৮টি দল প্রথম রাউন্ডের ম্যাচে লড়াই করবে। এই ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘‌এ’‌–তে রয়েছে নামিবিয়া, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি। আর গ্রুপ ‘‌বি’‌–তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে। কোনও দল প্রথম রাউন্ডে একটা ম্যাচ জিতলে পাবে ৪০ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৩২ লক্ষ টাকা। অর্থাৎ প্রথম রাউন্ডে ১২টি ম্যাচে জয়ী দলরা পাবে প্রায় ৪ কোটির কাছাকাছি। প্রথম রাউন্ড থেকে যে চারটি দল বিদায় নেবে তারা প্রত্যেকে পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে। ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ লক্ষ টাকা করে।
‌‌


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!