- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৯, ২০২৩
বাংলায় শীতের আগমন, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা আরও নামার পূর্বাভাস, রাজ্য জুড়ে শীতের আমেজ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে শীতের আগমন হয়েছে। শনিবার সকালে দক্ষিণবঙ্গ জুড়ে সকালটা ছিল মাঝারি কুয়াশার চাদরে ঢাকা। কোথাও কোথাও আকাশ কিছুটা মেঘলা ছিল। তবে মিচাং পরবর্তী বৃষ্টির প্রভাব কেটে যাওয়ায় আবহাওয়া অফিসার প্রত্যাশা মতোই ঠান্ডার অনুভূতি জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে। শীতকাল মানেই নলেন গুড়, জয়নগরের মোয়া, প্রচুর সবজি। ভোর বেলা শহরতলিতে একটু খুঁজলেই পাওয়া যায় খেজুরের রস। মৌলীর এই সময় খেজুর গাছে হাড়ি বাধার সময়।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত সকালের দিকে কুয়াশার পরিমাণ বেশি থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। উত্তর-পশ্চিমের হিমেল হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী দু’দিনে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে।
শনিবার থেকে দ্রুত নামবে তাপমাত্রা। আগামী সপ্তাহের শেষে তা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম।
আগামী দুদিন বিহারে ঘন কুয়াশার দাপট থাকবে বলে ইঙ্গিত আবহাওয়ার পূর্বাভাসে জানান হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সর্তকতা রয়েছে।
❤ Support Us