- এই মুহূর্তে
- জানুয়ারি ১০, ২০২৩
কনকনে ঠাণ্ডা আর বেশি দিন নয়, বাড়ছে তাপমাত্রা

কনকনে ঠাণ্ডা থমকে যাচ্ছে। সকালে শীতমাখা রোদ, বিকেলে শীতের তীব্র আক্রোশ, রাতে অনবরত দংশন- এরকম আবহ আরও কয়েকদিন থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে মিলছে এরকম সংকেত। তা শুধু গাঙ্গেয় অববাহিকায় না, পদ্মার এপারে-ওপারে, উজনি আসাম থেকে নিম্ন আসামে, এবং বাংলাদেশের উত্তর ও দক্ষিণ প্রান্তের বিভিন্ন জেলায় শীতের উগ্রতা এবার একটু বেশি। কিন্তু স্থায়িত্ব অল্পদিনের।
জানুয়ারির শুরুতেই সদিয়া থেকে ব্রহ্মপুত্রের দুই পারের বিস্তীর্ণ এলাকা শীতে হঠাৎ কাহিল হয়ে পড়ে। উজানে প্রকোপ একটু বেশি। সকালে-বিকেলে, রাতে তারতম্য নেই ঠাণ্ডার নিঃশব্দ চরণে। বরাক শীত প্রবণ উপত্যকা। ভোরের দিকে, রাতের প্রথম প্রহরে কুয়াশায় মুখ ঢেকে যায়। একই অবস্থা সংলগ্ন বৃহত্তর সিলেটেও।
ধীরে ধীরে গা সওয়া হয়ে উঠছে পারিপার্শ্বিক। পশ্চিমবঙ্গেও প্রকৃতির একই খেলা। শীত নীচে নামছে, উপরেও উঠছে। বদল ঘটছে বায়ু প্রকৃতির। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় উত্তুরে হাওয়া প্রবেশ করেছে। ঠাণ্ডা আরও কিছুদিন অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তবে কলকাতা ব্যতিক্রম, তাপমাত্রার উত্থান ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচেই অবস্থান করবে।
উত্তর ও পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার অবস্থান অব্যাহত। আগামীকাল থেকে তার দাপট লাফিয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গের এক জেলা থেকে আর এক জেলায়। উত্তরবঙ্গ কুয়াশায় আচ্ছন্ন। পাহাড় থেকে সমতলের সর্বত্র যন্ত্রণার সমকণ্ঠ, কী শীত, আহ!
❤ Support Us